কোনও পেন ড্রাইভ নেই মমতার কাছে, ডাহা মিথ্যে বলছেন তৃণমূলনেত্রী, পালটা মুকুলের

সেখানেই পেন ড্রাইভ নিয়ে পালটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। বলেন, মমতা বলেছেন তাঁর কাছে একটা পেনড্রাইভ আছে। যা প্রকাশ্যে আনলে বিজেপি চাপে পড়ে যাবে। মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন। 

Updated By: May 11, 2019, 08:03 PM IST
কোনও পেন ড্রাইভ নেই মমতার কাছে, ডাহা মিথ্যে বলছেন তৃণমূলনেত্রী, পালটা মুকুলের

নিজস্ব প্রতিবেদন: ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। চতুর্মুখী লড়াইয়ে সূচ্যগ্র জমি ছাড়তে নারাজ সব পক্ষই। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা 'পেন ড্রাইভ'-এর অস্তিত্ব অস্বীকার করলেন তাঁরই প্রাক্তন সেনাপতি মুকুল রায়। বললেন, সত্যিই পেন ড্রাইভ তাঁর কাছে থাকলে প্রকাশ্যে আনুন মুখ্যমন্ত্রী। নইলে মিথ্যে বলার জন্য ক্ষমা চান। 

 

শনিবার দমদমে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের সমর্থনে জনসভা করেন মুকুল রায়। সেখানেই পেন ড্রাইভ নিয়ে পালটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। বলেন, মমতা বলেছেন তাঁর কাছে একটা পেনড্রাইভ আছে। যা প্রকাশ্যে আনলে বিজেপি চাপে পড়ে যাবে। মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন। সাহস থাকলে ওই পেন ড্রাইভ তিনি প্রকাশ্যে আনুন। সেখানে আপত্তিজনক কিছু থাকলে বিজেপি দায়িত্ব নেবে। আর যদি পেন ড্রাইভ তিনি দেখাতে না-পারেন তাহলে মিথ্যে কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। 

'বাংলাদেশ থেকে আসা বহিরাগতরাই বসিরহাটে হিংসা ছড়িয়েছিল', হাড়োয়ায় দাবি মমতার

বলে রাখি, গত ৯ মে বাঁকুড়ায় এক জনসভায় তৃণমূলনেত্রী দাবি করেন, তাঁর কাছে একটা পেন ড্রাইভ রয়েছে। যাতে বিজেপি নেতাদের যাবতীয় কুকীর্তির প্রমাণ রয়েছে। সেই পেন ড্রাইভ প্রকাশ্যে আনলে বিজেপি বিপদে পড়বে বলেও দাবি করেন তিনি।    

.