সিঙুরে খুলে ফেলা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূলের ব্যানার

রবিবার বিকেল থেকেই গোটা দেশে লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। সেই অনুসারে সরকারি যে কোনও ভবন বা সম্পত্তি থেকে খুলে ফেলতে হবে রাজনৈতিক দলের ব্যানার - পোস্টার। সোমবার সকালেই ব্যানার খোলার কাজে নামে প্রশাসন। 

Updated By: Mar 11, 2019, 07:50 PM IST
সিঙুরে খুলে ফেলা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূলের ব্যানার

নিজস্ব প্রতিবেদন: রবিবারই ২০১৯ লোকসভা নির্বাচন-এর নির্ঘণ্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোড়া। একই সঙ্গে লাগু হয়ে গিয়েছে অদর্শ আচরণবিধিও। আর তার পর দিনই খোলা শুরু হল মুখ্যমন্ত্রীর ছবি ছাপা তৃণমূলের ব্যানার। প্রথম দিনেই ব্যানার খোলা হল তৃণমূলের উত্থানের ভিত্তিভূমি সিঙুরে। সোমবার সকালে সিঙুর স্টেশন চত্বরে টাঙানো রাজনৈতিক দলের ব্যানারগুলি খুলে ফেলে প্রশাসন। তার অধিকাংশই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিওয়ালা তৃণমূলের ব্যানার। 

 

রবিবার বিকেল থেকেই গোটা দেশে লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। সেই অনুসারে সরকারি যে কোনও ভবন বা সম্পত্তি থেকে খুলে ফেলতে হবে রাজনৈতিক দলের ব্যানার - পোস্টার। সোমবার সকালেই ব্যানার খোলার কাজে নামে প্রশাসন। সিঙুর স্টেশনে খোলা হয় একাধিক ব্যানার। স্থানীয় রাজনৈতিক নেতাদের সৌজন্যে লাগানো হয়েছিল ব্যানারগুলি। এদিন যে ব্যানারগুলি খোলা হয় তার অধিকাংশই তৃণমূলের। 

বিজেপিকে সুবিধা করে দিতেই সাত দফায় নির্বাচন, নবান্নে বললেন মমতা

একই ছবি দেখা গিয়েছে বর্ধমানে। DM অফিস, কোর্ট চত্বর থেকে সরকারি প্রচারের ব্যানার, পোস্টার খুলে ফেলা হয়। আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ায়, মেদিনীপুর শহরে নিজেদের পোস্টার, ব্যানার, হোর্ডিং খুলতে শুরু করে তৃণমূল। পুলিসের উপস্থিতিতে ওই কাজ সারা হয়। পুরুলিয়া অবশ্য আরও এগিয়ে। গতকাল কমিশন ভোটের দিন ঘোষণার পরেই DM অফিসের সামনে থেকে সরকারি হোর্ডিং সরিয়ে নেওয়া হয়। হোর্ডিং সরানো হয় জেলা হাসপাতাল থেকেও। 

.