টিকার উদ্ভব কিন্তু বাংলা থেকেই, ঢেরা পেটাচ্ছে ১০০ কোটি ডোজ, আরে ভাই ওটা জুমলা: Mamata

ডবল ডোজ ১০০ শতাংশ না হলে ১০০ শতাংশ বলা হয় না বলে মোদী সরকারকে বিঁধেছেন মমতা (Mamata Banerjee)। 

Updated By: Oct 24, 2021, 09:44 PM IST
টিকার উদ্ভব কিন্তু বাংলা থেকেই, ঢেরা পেটাচ্ছে ১০০ কোটি ডোজ, আরে ভাই ওটা জুমলা: Mamata

নিজস্ব প্রতিবেদন: দেশে ১০০ কোটি টিকাকরণের পর ঢাক-ঢোল বাজিয়ে প্রচার করেছে মোদী সরকার। শিলিগুড়িতে বিজয়ার অনুষ্ঠানে কেন্দ্রের এই প্রচারকে 'জুমলা' বলে অভিহিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়,''ঢেরা পেটানো হচ্ছে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। আরে ভাই ওটা জুমলা। হযবরল। সারা ভারতে ৩৫ কোটি মানুষ একটা ডোজ পায়নি। সংখ্যাটা ছোটদের নিয়ে ১৫০ কোটি ধরুন। তাহলে ৭০ কোটি লোক এখনও টিকা পাননি।''             

ডবল ডোজ ১০০ শতাংশ না হলে ১০০ শতাংশ বলা হয় না বলে মোদী সরকারকে বিঁধেছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,''আমার দরকার ১৪ কোটি। পেয়েছি ৭ কোটি। তার মধ্যে দুটি ডোজ বলে সাড়ে তিন করে ভাগ করুন। তার মধ্যে আমার এখন ১৮ বছরের ছেলেমেয়েদের দিতে হচ্ছে। সেটাকে যুক্ত করতে হবে। আর দেশে লোকসংখ্যা ১৩০ কোটি। জনবহুল দেশ। তাছাড়া শিশুদেরও ধরলে আমাদের ১১ কোটি থেকে ১৪ কোটি দেখাচ্ছে। দেশে ওটা ১৫০ কোটি হয়ে যাবে। প্রকৃতভাবে ২৯ কোটি ৫১ লক্ষ দ্বিতীয় ডোজ পেয়েছেন। ঢেরা পেটানো হচ্ছে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। আরে ভাই ওটা জুমলা। হযবরল।''

টিকাকরণে বাংলাই দেশের মধ্যে সেরা বলে এ দিন দাবি করেন মমতা। বলেন,''কলকাতা বলুন, শিলিগুড়ি বলুন- টিকাকরণে বাংলা ফার্স্ট। মনে রাখবেন যাঁরা ঢাক বাজায়, ঢালি বাজায়, থালি বাজায়, ঘণ্টা বাজায়, তাঁদের বলি কাজটা করে ঘণ্টা বাজান। টিকার উদ্ভব কিন্তু বাংলা থেকেই। বাংলার ডাক্তার, নার্স থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী, আশা কর্মীরা যেভাবে টিকা দিতে পারেন, আর কেউ পারে না। আমরা একটাও নষ্ট করিনি।'' 

বাংলায় প্রয়োজন অনুযায়ী টিকা পাচ্ছে না বলে ফের বঞ্চনার অভিযোগ করেন মমতা। তিনি জানান,''এখানে আমরা সাত কোটি টিকা এখনও দিতে পেরেছি। ১৪ কোটি টিকা প্রয়োজন। আমাকে দেওয়া হয়নি। ৭ কোটির টিকার মধ্যে ৪০ শতাংশ হয়েছে দ্বিতীয় ডোজ। সত্যি কথাটা সত্যিভাবে লোককে জানতে হবে। আমরা ১০০ শতাংশ করে দেব। আজও করে দিতে পারতাম। মহারাষ্ট্র বেশি পেয়েছে। আমি কম পেয়েছি। দেখায় তিন নম্বরে বাংলা। আসলে ছাগলের তৃতীয় ছানা না! উত্তরপ্রদেশ গাদা গাদা দিয়েছে। ইউপি ১৫ পেলে আমি পেয়েছি ৭। ঠিক জানি না আন্দাজে বললাম। মহারাষ্ট্র আমার চেয়ে ছোট রাজ্য ওরা পেয়েছে ১০। অথচ আমার জনসংখ্যা সবার চেয়ে বেশি। আমি কেন পাব না?''

রাজ্য সরকারও টিকা কিনেছে বলে মনে করিয়ে মমতা বলেন,''মনে রাখবেন রাজ্য সরকারের তরফে অনেক টিকা কিনেছিলাম। যত দিন পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছিল। আমি বলেছিলাম টিকা বিনা পয়সায় দেব দিয়ে দিয়েছি। এটা নরেন্দ্র মোদীরা দেয়নি। আমরা দিয়ে দিয়েছি। ওরা একটা করে সার্টিফিকেট লাগিয়ে দিচ্ছে ডেটা সেন্টারের মাধ্যমে। যত লোক মারা গিয়েছে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে তো? বিশ্বে কয়েক লক্ষ লোক মারা গিয়েছে কোভিডে। ভারতে সংখ্যাটা কম নয়।''

আরও পড়ুন-আমার লেখা বই পড়লে জানতে পারবেন কোন সময় কী করলে আপনি সফলতার দিকে এগোবেন: Mamata

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.