আমার লেখা বই পড়লে জানতে পারবেন কোন সময় কী করলে আপনি সফলতার দিকে এগোবেন: Mamata

শতাধিক বই লিখেছেন মমতা। সেই বইগুলি থেকে জীবনে চলার পাঠ নেওয়া যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Updated By: Oct 24, 2021, 08:49 PM IST
আমার লেখা বই পড়লে জানতে পারবেন কোন সময় কী করলে আপনি সফলতার দিকে এগোবেন: Mamata

নিজস্ব প্রতিবেদন: জীবনে হতাশ হবেন না। ভয় না পেয়ে মুক্ত কণ্ঠে কাজ করতে হবে। শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর সভায় এই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফলতার পথ খুঁজে পেতে তাঁর লেখা বই পড়ার পরামর্শও দিলেন তিনি।   

মমতা এ দিন বলেন,''জীবনে যা কিছু করবেন স্বচ্ছতা নিয়ে করবেন। এবং হতাশা নয়। ভয় না পেয়ে মুক্ত কণ্ঠে করতে হবে। এই কাজটা করতে করতে জীবনে হোঁচট খেয়েছি। হোঁচট খেতে খেতে কোন সময় কোন কথাটা বললে সমাধান হতে পারে সেনিয়ে আমার নিজের অনেকগুলি বই লেখা আছে। আমি নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে করেছি।''

শতাধিক বই লিখেছেন মমতা। সেই বইগুলি থেকে জীবনে চলার পাঠ নেওয়া যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,''১০৫টা বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তার মধ্যে কতগুলি বই মনে রাখবেন- যেমন 'ভাববার কথা', 'কথার কথা' বা 'আলোকবর্তিকা'-এগুলিতে আমার অনেক উদ্ধৃতি দেওয়া আছে। জানতে পারবেন, কোন সময় কী করলে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। আপনার অনেকগুলি উর্দু শায়েরির বই আছে। উর্দু অ্যাকাডেমি থেকে প্রকাশিত হয়েছে। আমার বই লেপচা, রাজবংশী ও অলচিকি ভাষায় অনুবাদ হয়েছে। এগুলি আপনাদের কাজে লাগতে পারে।''

সামাজিক থেকে রাজনৈতিক- নানা বিষয়ে কবিতা লেখেন মুখ্যমন্ত্রী। 'কবিতাবিতান'-র উল্লেখ করে তিনি বলেন,''আমার একটা কবিতার বই আছে বাংলায় কত পাখি, কত নদী, কত পাহাড়, কত জঙ্গল- সব নাম কি জানি আমরা? জানি না। আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে এই কাজগুলি করেছি। কবিতার বইয়ের নাম কবিতাবিতান। প্রায় আটশো কবিতা আছে একটা বইয়ে। এটা এক হাজারে নিয়ে যাব। একটা বইয়ে গান, ছড়া, পাহাড়, জঙ্গল, রাজনীতি, মানবিকতার কাহিনি- সবটাই খুঁজে পাবেন।'' 

আরও পড়ুন- সারা শরীরে ক্ষত নিয়ে বেঁচে আছে, স্বাধীনতার পর এমন কাউকে দেখতে পাবেন না: Mamata

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.