গোপনীয়তা মৌলিক অধিকার, সুপ্রিম রায়কে স্বাগত জানালেন মমতা

Updated By: Aug 24, 2017, 02:23 PM IST
গোপনীয়তা মৌলিক অধিকার, সুপ্রিম রায়কে স্বাগত জানালেন মমতা

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের গোপনীয়তা-রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য‍োপাধ্যায়। বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে গোপনীয়তার অধিকারকে নাগরিকদের মৌলিক অধিকার বলে ঘোষণা করে সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। এই রায় কেন্দ্রীয় সরকারের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন - সংবিধান স্বীকৃত হলেও চূড়ান্ত নয় 'গোপনীয়তার অধিকার', প্রশ্ন থাকছেই আধার, প্যান নিয়ে!

বৃহস্পতিবার দুপুরে ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, গোপনীয়তাকে মৌলিক অধিকার ঘোষণা কের সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই।

কেন্দ্রের আধার বাধ্যতামূলক করার প্রক্রিয়ার বার বার বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‍্যায়। তাঁর অভি়যোগ, এর ফলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। এদিনের রায়ে আধার নিয়ে সর্বোচ্চ আদালত কোনও মন্তব্য না করলেও বিশেষজ্ঞদের মতে, এই রায়ের প্রভাব আধার মামলার ওপর পড়বে। যদিও আধারের বৈধতা সংক্রান্ত মামলার রায় পৃথক বেঞ্চ দেবে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

 

 

.