রাজ্য সরকারি কর্মীদের আরও এক দফা ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Updated By: Sep 7, 2017, 04:57 PM IST
রাজ্য সরকারি কর্মীদের আরও এক দফা ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের ১৫ শতাংশ ডিএ ঘোষণা করলেন মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার নজরুল মঞ্চে সরকারি কর্মচারীদের এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ দানা বাঁধছিল রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে। সেই ক্ষোভের ক্ষতে এদিন প্রলেপ দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দোপাধ্যায় জানান, বকেয়া ডিএ মিলবে ১ জানুয়ারি ২০১৮ থেকে। সঙ্গে তাঁর আশ্বাস, ২০১৯ সালের মধ্যে বাকি বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার। 

আরও পড়ুন - প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী ছাত্র!

রাজ্য সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রীর অনুরোধ, ইউনিয়ন দেখিয়ে লাভ নেই। সামর্থমতো সরকারি কর্মীদের প্রাপ্য মিটিয়ে দেবে সরকার। ডিএর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল কর্মচারীদের সংগঠন। সেই মামলা এখনো হাইকোর্টে বিচারাধীন। এদিন ১৫ শতাংশ ডিএ ঘোষণার পরও কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের মধ্য ডিএ-র ফারাক রইল ৩৯ শতাংশ।  

.