প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে বিক্রির চেষ্টা! কুলতুলিতে গ্রেফতার যুবক
উপস্থিত বুদ্ধির জোরে রক্ষা।
![প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে বিক্রির চেষ্টা! কুলতুলিতে গ্রেফতার যুবক প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে বিক্রির চেষ্টা! কুলতুলিতে গ্রেফতার যুবক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/11/332163-untitled-2021-07-11t160057.006.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রেমের ফাঁদে ফেলে বিক্রির চেষ্টা! উপস্থিত বুদ্ধির জোরে রক্ষা পেল নাবালিকা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতুলিতে।
ঘটনাটি ঠিক কী? স্থানীয় সূত্রে খবর, সপ্তম শ্রেণীর ছাত্রী, বয়স মোটে ১৬ বছর। রং নম্বর থেকে ফোন এসেছিল। সেই ফোন মারফত্ পাশে গ্রামে যুবক মোশারফ গায়েনের সঙ্গে যোগাযোগ হয় ওই নাবালিকার। এরপর দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
আরও পড়ুন: ভারী বৃষ্টিপাত, বিরাট ধস শিলিগুড়ি-গ্যাংটকের রাস্তায়
ওই নাবালিকার অভিযোগ, বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার সহবাস করেছে মোশারফ। এমনকী, তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল সে! কিন্তু ততদিনে বিপদে আঁচ পেয়ে গিয়েছিল ওই নাবালিকা। পরিবারের লোকেদের গোটা ঘটনাটি জানিয়ে সে। অভিযুক্ত মোশারফ গায়েনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস। নারী পাচারচক্রের সঙ্গে জড়িত নয় তো? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: জি ২৪ ঘণ্টার খবরের জের, উত্তর দিনাজপুরে স্কলারশিপ জালিয়াতির মূল পাণ্ডা গ্রেফতার
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)