জি ২৪ ঘণ্টার খবরের জের, উত্তর দিনাজপুরে স্কলারশিপ জালিয়াতির মূল পাণ্ডা গ্রেফতার
তাকে গ্রেফতার করল করণদিঘির থানার পুলিস।
নিজস্ব প্রতিবেদন: জি ২৪ ঘণ্টার খবরের জেরে। উত্তর দিনাজপুরের স্কলারশিপ জালিয়াতির মূল পাণ্ডা গ্রেফতার। শনিবার রাতে তাকে গ্রেফতার করেছে করণদিঘির থানার পুলিস। উদ্ধার করা হল ল্যাপটপ, হার্ডডিক্স, সিমকার্ড-সহ প্রচুর নথি। ধৃতকে ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, বাকি অভিযুক্তদের বেশিরভাগই গা-ঢাকা দিয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে।
কারও বয়স ৬০ তো কারও ৭০। বাদ যাচ্ছে না অপেক্ষাকৃত কমবয়সীরাও। কখনও অ্যাকাউন্ট ভাড়া নিয়ে, তো কখনও ভুয়ো অ্যাকাউন্ট খুলে গ্রাহকের অজান্তেই সংখ্যালঘু ও প্রতিবন্ধী স্কলারশিপের টাকা তুলে নিচ্ছে জালিয়াতরা! পদ্ধতি এতটাই নিখুঁত যে, সহজে বোঝায় উপায় নেই। উত্তর দিনাজপুরর করণদিঘি জালিয়াতি চক্রের পর্দাফাঁস করেছিল জি ২৪ ঘণ্টা।
আরও পড়ুন: এবার ভুয়ো সিবিআই আধিকারিক! শহরে ফের জালিয়াতির পর্দাফাঁস জি ২৪ ঘণ্টায়