Deganga: ঝড়ের আগেই আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
নিজস্ব প্রতিবেদন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অশনি' ( Cyclone Ashani)। এলাকায় যখন সতর্কতামূলক প্রচার শুরু করে দিয়েছে প্রশাসন, তখন আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক ব্যক্তির। দুর্ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়।
স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম লতিফ মণ্ডল। পেশায় তিনি ভ্য়ানচালক। বাড়তি রোজগারের জন্য বিভিন্ন বাগানে গিয়ে আম পাড়ার কাজও করতেন তিনি। কীভাবে দুর্ঘটনা ঘটল? এদিন সকালে স্থানীয় গোরাইনগর এলাকায় একটি আম বাগানে যান লতিফ। গাছে উঠে যখন আম পাড়ছিলেন, তখন অসাবধানতাবশত বিদ্য়ুতের তারের সংস্পর্শে চলে আসেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে যান। হাত-পা ভেঙে যায়। ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, লতিফকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: এখন কোথায় 'অশনি'? বাংলার ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে বড়সড় আপডেট হাওয়া অফিসের
ঘূর্ণিঝড় 'অশনি'র প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আবহাওয়া আমূল পরিবর্তন ঘটেছে দিঘায়। স্রেফ বৃষ্টি আর ঝোড়ো হাওয়া নয়, ফুঁসছে সমুদ্রও। মৃতের পরিবারের দাবি, ঝড় আসার আগেই তড়িঘড়ি আম পেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আম বাগানের মালিক। সেকারণেই ডেকে পাঠানো হয়েছিল লতিফ মণ্ডলকে।