Hooghly: শেওড়াফুলি থেকে বরানগর পৌঁছতে লাগল ২ মাস! অবশেষে বাড়ি ফিরলেন ঘরছাড়া যুবক

নাম-ঠিকানা ভুলে আশ্রয় নিয়েছিলেন স্টেশনে।

Updated By: Aug 27, 2021, 06:18 PM IST
Hooghly: শেওড়াফুলি থেকে বরানগর পৌঁছতে লাগল ২ মাস! অবশেষে বাড়ি ফিরলেন ঘরছাড়া যুবক

নিজস্ব প্রতিবেদন: হুগলির শেওড়াফুলি থেকে উত্তর ২৪ পরগনার বরানগর পৌঁছতে সময় লেগে গেল ২ মাস! দেড় বছর ধরে নিখোঁজ ছিলেন। স্থানীয় উদ্যোগে অবশেষে বাড়ি ফিরলেন যুবক।

নাম কী? কোথায় থাকেন? সবই ভুলে গিয়েছিলেন। কিছু জিজ্ঞেস করলেই শুধু বলতেন বরানগর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ২ মাস ধরে হুগলির শেওড়াফুলি স্টেশনেই আশ্রয় নিয়েছিলেন এক যুবক। বসে থাকতেন ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝে সাবওয়ে-র সিঁড়িতে। তাঁকে নিয়মিত খাবার দিতে যেতেন এলাকার কয়েকজন যুবক। খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করতেন। দিন কয়েক আগে ওই যুবকের হাতে রাঁখি বেঁধে দেন শেওড়াফুলির গৃহশিক্ষকদের সংগঠন প্রয়াসের সদস্য়রা। তাঁদের সঙ্গে যোগ দেন অন্য একটি সংগঠনের যুবকরাও। স্রেফ রাখি পরানো বা খাবার দেওয়াই নয়, ওই যুবককে বাড়ি ফেরানোরও উদ্যোগ নেয় তারা। ফেসবুকে ছবি দিয়ে আবেদন জানানো হয়, কেউ খোঁজ পেলে যেন যোগাযোগ করেন। 

আরও পড়ুন: Siliguri: ২ মাথা, ৪ হাত ও পা! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জন্ম নিল বিরল শিশু

তারপর? সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেই ওই যুবককে চিনতে পারেন পরিবারের লোকেরা। জানা যায়, বরানগরের বাসিন্দা ওই যুবকের নাম ভাস্কর দাস। এদিন শেওড়াফুলি স্টেশনে এসে দাদাকে বাড়ি নিয়ে গেলেন তুতো ভাই অভিজিৎ। জানালেন, 'দীর্ঘদিন ধরেই নার্ভের অসুখে ভুগছেন ভাস্কর। বছর দেড়েক আগে আচমকাই বাড়ি থেকে বেরিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি'। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.