Malbazar: কানে হেডফোন; মগ্ন মোবাইলে, চেনা রোগে মর্মান্তিক পরিণতি যুবকের
Malbazar: দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তা পাঠানো হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিস
প্রদ্যুত্ দাস: রেললাইনের ধারে মোবাইলে ব্যাস্ত যুবক। ট্রেন আসার শব্দ কানেই যায়নি। প্রবল ধাক্কায় লাইন থেকে দূরে ছিটকে পড়লেন যুবক। সোমবার দুপুরের ওই ঘটনায় হইচই পড়ে গেল মালবাজার লাগোয়া তেশিমিলা এলাকায়।
আরও পড়ুন-'লিভ ইন অবৈধ' দাবি তুলে মামলা, পাগলামি বলে খারিজ সুপ্রিম কোর্টের
এদিন দুপুরে তেশিমিলা এলাকায় নিউমাল জংশন থেকে চ্যাংড়াবান্ধা হয়ে কোচবিহার গামী রেললাইনের ধারে বসেছিলেন পূর্ব তেশিমিলা হায়হায় পাথার এলাকার বাসিন্দা হাসান আলি(২০)। কানে হেডফোন থাকায় ট্রেনের শব্দ শুনতেই পায়নি সে। স্থানীয়দের দাবি, ট্রেন আসছে বলে তাকে সাবধান করা হয়েছিল। কিন্তু হেডফোনের আওয়াজে সে শুনতেই পায়নি।
ওইসময়ে ওই লাইন দিয়ে শিলিগুড়ি থেকে আসছিল নিউ বহ্গাইগাঁও ডিএমইউ স্পেশাল। দূরে থেকে ট্রেনটি হর্ন দিলেও হাসান লাইন থেকে সরেনি বলে দাবি প্রত্যাক্ষদর্শীদের। তার ফলে ট্রেনের ধাক্কায় লাইন থেকে দূরে ছিটকে পড়ে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসানের।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তা পাঠানো হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিস।
স্থানীয় বাসিন্দা মহম্মদ নূর বলেন, মোবাইল আসক্তি থেকেই এই মর্মান্তিক পরিণতি। মোবাইল আসক্তি কীভাবে যুবক যুবতীদের মধ্যে বেড়েছে এটাই তার প্রমাণ।