Canning Fish: মাছের 'গুঁতো'য় কুপোকাত! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক

বাড়ির কাছে পুকুরে মাছ ছেড়েছিলেন তিনি। দুপুরে যখন পুকুরে জাল ফেলেন, তখন একটি বড় মাছ ধরা পড়ে....

Updated By: Nov 18, 2022, 09:02 PM IST
Canning Fish: মাছের 'গুঁতো'য় কুপোকাত! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক

প্রসেনজিৎ সরদার: মাছের 'গুঁতো' কুপোকাত! পুকুরে নেমে জ্ঞান হারালেন যুবক। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন স্থানীয় বাসিন্দা। শারীরিক অবস্থা আশঙ্কাজনক! ঘটনাস্থল, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং।

জানা গিয়েছে, ক্যানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েতের বেলেখালি গ্রামের বাসিন্দা আব্দুল হালিম ঘরামি। বাড়ির কাছেই পুকুর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই পুকুরে মাছ ছেড়েছিলেন আব্দুল। জাল দিয়ে মাছও ধরতেন নিয়মিত। কীভাবে দুর্ঘটনা ঘটল? পরিবারের লোকেরা জানিয়েছেন, রোজকার মতোই এদিন দুপুরেও পুকুরে জাল ফেলেন আব্দুল। জালে একটি বড় মাছ ধরা পড়ে। সেই মাছটিতে ডাঙা তোলার জন্য নিজেই পুকুরে নেমে পড়েন তিনি। কিন্তু যখন ধরতে যান, তখন বুকে সজোরে গুঁতো মারে মাছটি! এত জোরে আঘাত লাগে যে, যন্ত্রণায় ছটফট করতে একসময়ে জ্ঞান হারান আব্দুল। তারপর? পুকুরের জলে ভাসতে থাকেন! তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা!

এর আগে, দিঘায় মৎসজীবীদের জালে ধরা পড়েছিল বিশালাকৃতির একটি তেলিয়া ভোলা মাছ। সাধারণভাবে এই প্রজাতির মাছ খুব একটা দেখা যায় না। যদিইবা সমুদ্রে থাকে, সচরাচর উপকূলের কাছে আসে না! মাছটিকে দেখতে রীতিমতো ভিড় জমে গিয়েছিল  দীঘা মোহনারর মৎস্য বিক্রয়কেন্দ্রে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.