দেবের গড়ে চোরা ভাঙন গেরুয়া শিবিরের, এক ঝাঁক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে

সামনেই একুশে ভোট। বুথ স্তরে বিরোধী দলের নেতা-কর্মী ভাঙিয়ে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। দোসর হয়েছে প্রশান্ত কিশোরের টিমও

Updated By: Sep 8, 2020, 03:46 PM IST
দেবের গড়ে চোরা ভাঙন গেরুয়া শিবিরের, এক ঝাঁক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: দেবের গড়ে বিজেপির চোরা ভাঙন। মঙ্গলবার, গেরুয়া শিবির ছেড়ে কয়েকশো বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। এদিন কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে ঘাটাল ব্লকে এক কর্মসূচি আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি। তাঁর হাত ধরেই কয়েকশো বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন।

সামনেই একুশে ভোট। বুথ স্তরে বিরোধী দলের নেতা-কর্মী ভাঙিয়ে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। দোসর হয়েছে প্রশান্ত কিশোরের টিমও। এ দিনের শতাধিক বিজেপি কর্মী সমর্থক যোগ দেওয়ায় কিছুটা ব্যাকফুটে গেরুয়া শিবির। 

আরও পড়ুন- প্যাংগংয়ে গুলি; রাজনাথকে বিস্তারিত জানালেন সেনাপ্রধান,সাউথ ব্লকে জরুরি বৈঠকে সেনা কর্তারা 

গত লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে নজিরবিহীনভাবে ভোট শতাংশ বাড়াতে পেরেছিল বিজেপি। অভিনেতা তথা সাংসদ দেব এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে জয়ী হলে ২ শতাংশ ভোট কমে। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন প্রাক্তন পুলিস কর্ত্রী ভারতী ঘোষ। হেরে গেলও এই কেন্দ্রে গেরুয়া ঝড় তুলতে সক্ষম হয়েছিলেন ভারতী। উল্লেখ্য, এদিন 'পুলিস ডে' দিনকে সামনে রেখে ঘাটাল থানার ওসিকে সংবর্ধনা দেন অজিত মাইতি। উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শংকর দোলুই।  

.