Jhalda Municipality: পুরসভার ভেতরেই কি 'মাওবাদী পোস্টার'! চাঞ্চল্য ঝালদায়

তৃণমূল কংগ্রেসের দাবি, ওই পোস্টার মাওবাদীদের নয়

Updated By: Apr 18, 2022, 01:27 PM IST
Jhalda Municipality: পুরসভার ভেতরেই কি 'মাওবাদী পোস্টার'! চাঞ্চল্য ঝালদায়

নিজস্ব প্রতিবেদন: লাল কালিতে লেখা একটি পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝালদায়। তাও আবার সেই পোস্টার পড়েছে ঝালদা পুরসভার ভেতরে। কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের রেশ এখনও কাটেনি। তার মধ্যে এই পোস্টার।

কী লেখা রয়েছে সেই পোস্টারে? ঝালদা পৌরসভা লেখা একটি বোর্ডে সাঁটা ওই পোস্টারে অপটু হাতে লেখা হয়েছে, 'লাল সেলাম। মারুয়ারি চেয়ারমেন চাই না। কিশেনজী অমর রহে।' পোস্টারে অবশ্য কোনও মাওবাদী সংগঠনের নাম নেই। 

তৃণমূল কংগ্রেসের দাবি, ওই পোস্টার মাওবাদীদের নয়। ঝালদা পুরসভার উপ পুরপ্রধান সুদীপ কর্মকার বলেন, বিষয়টি এইমাত্র নজরে এসেছে। কে বা কারা, কী কারণে ওই পোস্টার দিয়েছে তা বোঝা যাচ্ছে না। থানায় এনিয়ে অভিযোগ করা হবে। 

অন্যদিকে, ঝালদা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ সেন ওই পোস্টরকে গুরুত্ব দিতেই রাজী নন। তিনি বলেন, হয়তো পৌর প্রধানের সঙ্গে কারও আক্রাশ থাকতে হবে। তবে বিষয়টি ভালো ভাবে নিচ্ছি না।

আরও পড়ুন-Narendrapur: ইফতারপার্টি-র খাবার খেয়ে অসুস্থ প্রায় ২০০ জন, অনেকেই ভর্তি হাসপাতালে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.