বিকট শব্দে কেঁপে উঠল দিঘা, আতঙ্ক সৈকতনগরীতে
এর আগে ২৬ অগাস্ট পর পর দুবার 'বিস্ফোরণে'র আওয়াজে এরকমভাবেই আতঙ্ক ছড়িয়েছিল দিঘাতে।
![বিকট শব্দে কেঁপে উঠল দিঘা, আতঙ্ক সৈকতনগরীতে বিকট শব্দে কেঁপে উঠল দিঘা, আতঙ্ক সৈকতনগরীতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/14/102239-63352-digha15-8-16.jpg)
নিজস্ব প্রতিবেদন : ফের বিকট শব্দে কেঁপে উঠল সৈকতনগরী দিঘা। বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ হঠাত্ই বিকট শব্দ শোনা যায় দিঘার বিস্তীর্ণ এলাকাজুড়ে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমুদ্র সৈকতেও।
শব্দ শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি সমুদ্র স্নান ছেড়ে উঠে আসেন পর্যটকেরা। আতঙ্কে হোটেল ছেড়ে রাস্তায় নেমে আসেন বহু পর্যটক। তবে এই বিকট আওয়াজের উত্স কী, সেই সম্বন্ধে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
প্রসঙ্গত এর আগে ২৬ অগাস্ট পর পর দুবার 'বিস্ফোরণে'র আওয়াজে এরকমভাবেই আতঙ্ক ছড়িয়েছিল দিঘাতে। তবে সেবারও বিস্ফোরণস্থল চিহ্নিত করতে পারা যায়নি।
আরও পড়ুন, 'রোম্যান্সে বিগড়ে যাবে পড়ুয়ারা', বিয়ের দিনই বরখাস্ত শিক্ষক দম্পতি