করোনা জয় করে বাড়ি ফিরলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম!

চিকিৎসকরা তাঁকে ৭ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন।  

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Aug 17, 2020, 07:11 PM IST
করোনা জয় করে বাড়ি ফিরলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম!
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: এবার করোনা জয় করে বাড়ি ফিরলেন প্রাক্তন সাংসদ তথা সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। গত ৩ অগস্ট পেট খারাপের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট, জ্বরের উপসর্গ নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেলিম। সেখানেই করোনা রিপোর্ট পজেটিভ আসে তাঁর।

চিকিৎসকরা জানিয়েছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদের শ্বাসযন্ত্রের সামান্য সংক্রমণও (LRTI) ছিল। তবে চিকিৎসায় সাড়া দিয়ে বাড়ি ফিরলেন মহম্মদ সেলিম। চিকিৎসকরা তাঁকে ৭ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন।

সেলিমের আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী। করোনা কেড়ে নিয়েছে শ্যামল চক্রবর্তীকে। কিন্তু করোনাকে কাত করে ঘরে ফিরলেন সেলিম। এছাড়াও করোনা আক্রান্ত হয়েছিলেন বাম চিকিৎসক নেতা ফুয়াদ হালিম। মারণ ভাইরাসের থাবা থেকে মুক্ত হয়ে সুস্থ অবস্থায় ঘরে ফিরেছেন ফুয়াদও।

আরও পড়ুন: শান্তিনিকেতনের ঐতিহ্য নষ্ট করে কনস্ট্রাকশন নয়, রাজ্যপালের কটাক্ষের পাল্টা মন্তব্য মমতার

.