'দলের কিছু নেতা, কর্মীদের নাম ভাঙিয়ে খান', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'বেসুরো' Rajib

'কর্মীরাই ওইসব নেতাদের ক্ষমতাচ্যুত করবেন।'

Updated By: Jan 3, 2021, 07:16 PM IST
'দলের কিছু নেতা, কর্মীদের নাম ভাঙিয়ে খান', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'বেসুরো' Rajib

নিজস্ব প্রতিবেদন: 'কর্মীরাই দলের সম্পদ। দলের কিছু নেতা আছে, যাঁরা কর্মীদের নাম ভাঙিয়ে খায়।' ফের বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাঁর হুঁশিয়ারি, 'যাঁরা কর্মীদের চাকর-বাকর ভাবেন, ভাবাবেগ নিয়ে খেলেন, কর্মীরাই তাঁদের জবাব দেবেন। কর্মীরাই ওইসব নেতাদের ক্ষমতাচ্যুত করবেন।' বনমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: MIM-এর সঙ্গে জোট নিয়ে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত : আব্বাস, রাজনীতির কল্কে এখানে পাবে না: ত্বহা

হাওড়ার বালিতে রবিবার একটি রক্তদান শিবির ছিল। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বনমন্ত্রী, ডোমজুরের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্য়ায় (Rajib Banerjee)। সেখানে না নাম করে দলেরই কিছু নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, 'বাজারে এরকম নেতাও বেরিয়েছে। যাঁরা ভাবেন, সময় এলে কর্মীদের ব্য়বহার করবে, সুবিধা নেবে। কর্মীরা কিছু চায় না, শুধু সম্মান চায়। এরা সেটুকু সম্মানও দেয় না। যারা বেশি নীতি আদর্শের কথা বলেন, তারাই জানে না নীতি-আদর্শ কী।' রাজীবের হুঁশিয়ারি, 'যেসব নেতারা কাঁচের ঘরে বসে  অন্যের ঘরে ঢিল ঢোঁড়েন, তাঁদের আগে আয়না নিজের মুখ দেখা উচিত। পিছনে ফিরে দেখা উচিত, নিজের কী অস্তিত্ব ছিল। আমি বলে যাচ্ছি, এইসব নেতাদের ২০২১ সালে ক্ষমতায় আসতে পারবেন না। এদের বিরুদ্ধে সকলে মিলে গর্জে উঠতে হবে।' বনমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।

আরও পড়ুন: 'দুষ্কৃতীদের এনে জেতার চেষ্টা করছে তৃণমূল', ঝাড়গ্রামে বিস্ফোরক Dilip

উল্লেখ্য, ''স্তাবকতায় বিশ্বাসী নই, ন্যাচরালি নম্বর কম, দুর্নীতিগ্রস্তরা সামনের সারিতে।'' কিছুদিন আগেই একটি অরাজনৈতিক অনু্ষ্ঠানে এমনটাই বলেছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তাহলে শুভেন্দুর পথেরই পথিক হবেন? বনমন্ত্রীকে জল্পনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। এমনকী, রাজ্যের বেশ কয়েকটি জায়গায় রাজীবের নামে পোস্টারও দেখা যায়। দলের তরফে নাকতলায় বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) সঙ্গে বৈঠকও করেছেন তৃণমূলের (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু তাতে কি আদৌ বরফ গলেছে? গত কয়েক দিন ধরেই দলের কর্মসূচিতে কিন্তু গরহাজির থাকছেন রাজীব। তবে দিন কয়েক আগে বিধানসভায় এক অনুষ্ঠানে যোগ গিয়ে অবশ্য় দলবদলের জল্পনা উড়িয়ে দেন তিনি।

.