Jalpaiguri Minor Girl Rape: টিভি দেখতে বাড়িতে ডাক! ভয় দেখিয়ে নাবালিকার চরম 'সর্বনাশ' করল যুবক
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস
![Jalpaiguri Minor Girl Rape: টিভি দেখতে বাড়িতে ডাক! ভয় দেখিয়ে নাবালিকার চরম 'সর্বনাশ' করল যুবক Jalpaiguri Minor Girl Rape: টিভি দেখতে বাড়িতে ডাক! ভয় দেখিয়ে নাবালিকার চরম 'সর্বনাশ' করল যুবক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/07/371345-jalpaiguri-rape.jpg)
নিজস্ব প্রতিবেদন: টিভি দেখার অছিলায় ঘরে ডেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে।
নাবালিকার মা'য়ের অভিযোগ, বুধবার বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে নাবালিকাকে ঘরে ডাকে প্রতিবেশী ওই যুবক। টিভি দেখার নাম করে তাকে বাড়িতে ঢোকে অভিযুক্ত। এরপর পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ করে। রাতেই ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ জানায় নাবালিকার মা। পাশাপাশি নাবালিকার ডাক্তারি পরীক্ষাও করানো হয়। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে ধূপগুড়ি থানার পুলিস।
মেয়েটি জানিয়েছে, বুধবারের ঘটনাটিই নতুন নয়। আগেও ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেছে ওই যুবক। কিন্তু আতঙ্কে সে পরিবারের কাউকেই কিছুই জানায়নি। দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। পকসো আইনে মামলা রুজু করেছে পুলিস।
আরও পড়ুন: অন্যত্র চাকরির বদলি, সস্তায় জিনিসপত্র বিক্রির টোপ, প্রতারণার নয়া পদ্ধতি চমকে ওঠার মত!