CCTV ফুটেজ হাতে এলেও এখনও অধরা খড়দহ ডাকাতির অভিযুক্তরা
পুরো একদিন পেরিয়ে গেছে। কিন্তু এখনও খড়দহের ডাকাতির ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। আজ সকালেও ডাকাতির আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। নিরাপত্তার অভাভ বোধ করছেন তাঁরা।
ওয়েব ডেস্ক : পুরো একদিন পেরিয়ে গেছে। কিন্তু এখনও খড়দহের ডাকাতির ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। আজ সকালেও ডাকাতির আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। নিরাপত্তার অভাভ বোধ করছেন তাঁরা।
স্টেশন রোডের ব্যবসায়ীরা রীতিমতো উদ্বিগ্ন। এদিকে, CCTV ফুটেজ হাতে পেলেও ডাকাতদের এখনও শনাক্ত করা যায়নি বলে পুলিস সূত্রে খবর। যেই আবাসনে ডাকাতি হয়েছে তার বাসিন্দারা নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। সারাদিন নিরাপত্তারক্ষী মোতায়েনের কথা ভাবছেন তাঁরা।
আরও পড়ুন- সোনারপুরের পর খড়দা, গোল্ড ফিনান্স অফিসে ডাকাতি করতে এসে মহিলাকে গুলি
গতকাল সকালে খড়দহের একটি গোল্ড ফিনান্স অফিসে ডাকাতি করতে আসে ডাকাতদল। বাধা পেয়ে তারা এক মহিলাকে মহিলাকে গুলি করে। সকাল নটা কুড়ি নাগাদ খড়দহের অরুণাচলে সংস্থার অফিসের বাইরে পৌঁছয় তিন দুষ্কৃতী। সেইসময় সবে অফিস খোলা হচ্ছিল। নিরাপত্তা কর্মীর দাবি দরজা খোলার পরেই হুড়মুড়িয়ে জনা তিনেক দুষ্কৃতী ঢুকে পড়ে সেখানে। চলে লুঠপাট।