সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, আশার কথা শোনাল হাওয়া অফিস

উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ৬ ও ৭ অগাস্ট গঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে

Updated By: Aug 4, 2019, 09:03 AM IST
সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, আশার কথা শোনাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন: বর্ষা অথচ বৃষ্টি নেই। এই অবস্থা চলছে বেশ কিছুদিন ধরে। এর বদল হবে কবে?  আশার বাণী শোনাল আবহাওয়া দফতর।

আরও পড়ুন-যোগীর রাজ্যে চলন্ত ট্রেন দুর্গাপুরের বাসিন্দা মা-মেয়েকে ফেলে খুন করল ছিনতাইকারীরা 

এই মুহূর্তে মৌসুমী বায়ুর একটি অক্ষরেখা দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গিয়েছে। এর প্রভাব আগামী ২-৩ দিন কলকাতা ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-জঙ্গি হামলার আশঙ্কা, তড়িঘড়ি কাশ্মীর থেকে সরানো হল ৬,১২৬ পুণ্যার্থী-পর্যটককে

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ৬ ও ৭ অগাস্ট গঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আাগামী কয়েকদিন আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।

.