মোটা টাকা না মিলতেই শুরু বৃহন্নলাদের তাণ্ডব, ঘরবন্দি মা ও সন্তান
বৃহন্নলাদের জুলুমে সদ্যোজাত কোলে ঘরবন্দি মা। ঘটনাটি হুগলীর চন্দননগরের।
![মোটা টাকা না মিলতেই শুরু বৃহন্নলাদের তাণ্ডব, ঘরবন্দি মা ও সন্তান মোটা টাকা না মিলতেই শুরু বৃহন্নলাদের তাণ্ডব, ঘরবন্দি মা ও সন্তান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/19/117863-saewqq.jpg)
নিজস্ব প্রতিবেদন : বৃহন্নলাদের জুলুমে সদ্যোজাত কোলে ঘরবন্দি মা। ঘটনাটি হুগলীর চন্দননগরের।
চনন্দনগরের হরিদ্রাডাঙার বাসিন্দা আগমনী কুণ্ডু। মাসখানেক আগে সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই শুরু হয় বৃহন্নলাদের জুলুম। সদ্যোজাতের খবর পাওয়া মাত্র বাড়িতে এসে চড়াও হয় বৃহন্নলাদের দল। মোটা অঙ্কের টাকা দাবি করে তারা। আগমনীর স্বামী রথীন কুণ্ডু সেই টাকা দিতে অস্বীকার করলেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে।
আরও পড়ুন, নতুন ১,৫০০ রেশন দোকানের ডিলারশিপ দেবে সরকার, জানালেন জ্যোতিপ্রিয়
অভিযোগ, ঢিল-পাথর ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে দেয় বৃহন্নলার দল। রোজ এসে দরজায় লাঠির বাড়ি মারতে থাকে। সেইসঙ্গে চলে অকথ্য ভাষায় গালিগালাজ। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে, বর্তমানে স্ত্রী-সন্তানকে ঘরে তালাবন্ধ করে রেখে অফিস যেতে হচ্ছে রথীন কুণ্ডুকে।
বাড়িতে কেউ থাকেন না। তাই বাইরে থেকে ২টো গেটে তালা লাগিয়ে রোজ অফিস যাচ্ছেন রথীন। অন্যদিকে ঘরের মধ্যে একরত্তি শিশু কোলে আতঙ্কে দিন গুজরান হচ্ছে আগমনীর।