নির্বাচন কমিশনে দেওয়া তৃণমূলের পদাধিকারীদের তালিকায় নেই মুকুল
ওয়েব ডেস্ক: দলে কী গুরুত্ব হারাচ্ছেন মুকুল রায়? এমনই জল্পনা শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে।
সম্প্রতি নির্বাচন কমিশনে দলের সব পদাধিকারীদের তালিকা জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় মুকুল রায়ের কোনও নামই নেই। তার থেকেও বড় কথা হল, ওই তালিকায় দলের সর্বভারতীয় সহ সভাপতির পদের কোনও উল্লেখ নেই।
দলের পদাধিকারীদের তালিকায় মুকুলের নাম না থাকায় প্রশ্ন উঠছে, দল কি এবার তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে? কারণ বর্তমানে দলের সদস্য ও রাজ্যসভার সাংসদ পদ ছাড়া আর তাঁর হাতে গুরুত্বপূর্ণ কোনও কিছুই থাকল না।
উল্লেখ্য, সম্প্রতি নারদ মামলায় মুকুল রায়কে তলব করেছিল সিবিআই। ফলে তাঁকে নিয়ে ফের দলের একটা অস্বস্তি শুরু হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি, গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই দল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করছে এমন একটা আন্দাজ করা হচ্ছিল। কারণ তৃণমূলের ওই অনুষ্ঠানে মুকুলকে গুরুত্ব দেওয়া হয়নি। একবারের জন্যও মঞ্চে বলতে দেওয়া হয়নি। ফলে সবকিছু নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেল রাজ্য রাজনৈতিক মহলে।
আরও পড়ুন- ব্রতচ্যুত ঋতকে বহিষ্কার করল সিপিআইএম