Municipal Election: মালিক তৃণমূল প্রার্থী-ভাড়াটিয়া বিজেপির, পুরভোটে জমজমাট লড়াই চুঁচুড়ায়

রথতলায় বাপের বাড়ি থেকেই ভোটের প্রস্তুতি শুরু করেছেন চন্দ্রিমা। সেই বাড়িতেই এখন তৃণমূল নেতা-কর্মীদের আনাগোনা

Updated By: Feb 19, 2022, 08:59 PM IST
Municipal Election: মালিক তৃণমূল প্রার্থী-ভাড়াটিয়া বিজেপির, পুরভোটে জমজমাট লড়াই চুঁচুড়ায়

নিজস্ব প্রতিবেদন: চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চন্দ্রিমা বনাম জুঁইয়ের লড়াই। একজন বাড়ির মালিক। অন্যজন ভাড়াটে। টানা ৪ বছর তৃণমূল 'দিদি' চন্দ্রিমার বাড়িতেই ভাড়া থাকেন বিজেপির বর্তমান প্রার্থী। পুরভোটের লড়াই দুই দিদির উপরেই ভরসা করছে শাসক ও বিরোধী দল।

একসময় এই ওয়ার্ডটি ছিল তৃণমূলের দখলে। গতবারের কাউন্সিলরকে এলাকায় দেখা যেত না বলে অভিযোগ এলাকাবাসীর। সূত্রের খবর, সেই কারণেই এবার আর ২০১৫ সালের জয়ী প্রার্থীকে টিকিট দেয়নি দল। এবার ওই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রিমা সরকার। হুগলি মহসিন কলেজ থেকে আইনের স্নাতক চন্দ্রিমা।

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কথায় বছরে দুয়েক আগেই রাজনীতিতে এসেছেন চন্দ্রিমা। বাপের বাড়ির পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডেই তাঁর শ্বশুরবাড়ি। তবে রথতলায় বাপের বাড়ি থেকেই ভোটের প্রস্তুতি শুরু করেছেন চন্দ্রিমা। সেই বাড়িতেই এখন তৃণমূল নেতা-কর্মীদের আনাগোনা। 

এদিকে, চন্দ্রিমার বাড়িতেই ভাড়া থাকেন বিজেপি প্রার্থী জুঁই পান্ডে। ফলে ওই বাড়িতে আসছেন বিজেপি কর্মীরাও। তবে প্রতিপক্ষ হলেও ২ শিবিরের কর্মীদের মধ্য়ে কোনও গন্ডগোল নেই। চন্দ্রিমার বক্তব্য, বাড়িতে আমাদের কোনও লড়াই নেই। লড়াই হবে ভোটের ময়দানে। আগামী ২৭ ফেব্রুয়ারি মানুষ রায় দেবে। ভরসা দিদির উন্নয়ন কর্মসূচি। আমি নিশ্চিত, আমিই জয়ী হব। অন্যদিকে, জুঁই পান্ডের বক্তব্য, বাড়িতে কোনও লড়াই নেই। আমাদের মধ্যে দিদি-বোনের সম্পর্ক। রাজনীতি শুধু ভোটের ময়দানে। হার হার-জিতের ফয়সলা করবে মানুষ।

আরও পড়ুন-Municipal Election 2022: গোষ্ঠীকোন্দলের জের? প্রচারে বেরিয়ে আক্রান্ত TMC প্রার্থী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.