Municipal Election 2022: 'এবার শিলিগুড়িতে দিদিই থাক', পুরনো বিজেপির নামে পোস্টার ঘিরে তোলপাড় শিলিগুড়ি

পুরভোটের প্রার্থীতালিকা প্রকাশের পর তৃণমূল সমর্থকদের মধ্যে যেমন ক্ষোভ প্রকাশ্যে এসেছিল তেমনই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল বিজেপি শিবিরও

Updated By: Feb 9, 2022, 04:37 PM IST
Municipal Election 2022: 'এবার শিলিগুড়িতে দিদিই থাক', পুরনো বিজেপির নামে পোস্টার ঘিরে তোলপাড় শিলিগুড়ি

কে টি আলফি

শিলিগুড়ি পুরসভায় ভোটের আর কয়েক ঘণ্টা বাকী। এর মধ্যেই শহরজুড়ে বিজেপির নামে দেওয়া পোস্টার ঘিরে ছড়াল চাঞ্চল্য। সেই পোস্টারে লেখা, 'পুরনো বিজেপি দিচ্ছে ডাক/ এবার শিলিগুড়িতে দিদিই থাক', 'গদ্দার হঠাও বিজেপি বাঁচাও'। স্বাভাবিকভাবে এমন পোস্টারকে ঘিরে ঘোর অস্বস্তিতে পদ্মশিবির।

এনিয়ে, শিলিগুড়ির(Siliguri) বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ বলেন, 'পুলিস এর তদন্ত করে দেখলে বুঝতে পারবে এটা শাসক দলরেই কারও কাজ। হয়তো সেই ব্যক্তি একসময় বিজেপিতে ছিলেন। বিজেপি কর্মীরা এতটা মেরুদন্জহীন নয় যে অটলবিহারী বাজপেয়ী(Atan Bihari Vajpayee), দীনদয়াল উপাধ্যায়(Deendayal Upadhayay) কিংবা শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের(Syama Prasad Mukharjee) নাম নিয়ে এই ধরনের পোস্টার লাগাবে। যাদের ভোটে হারার ভয় রয়েছে তারা এই কাজ করেছে। এই মুহূর্তে বামেদের যা অবস্থা তাতে এটা তাদের কাজ নয়।'

শাসকদলের দিকেই নিশানা করে শঙ্কর ঘোষের দাবি, 'যাদের কাজ কেবল রাতেই যেমন বালি-গরু-কয়লা পাচার করেন যারা, তারা তো আর নামে কিছু করতে পারে না। বেনামেই করতে হয়।  সুতরাং এখানে বেনামেই পোস্টার পড়েছে। ঘটনাটি শিলিগুড়ির পুলিস কমিশনার ও এসিডিওকে জানিয়েছি।'

শঙ্কর ঘোষ আরও জানান, রাতের অন্ধকারে পোস্টার লাগানো হচ্ছে শহরজুড়ে ৷ কারা লাগাচ্ছে পোস্টার গভীর রাতে! শহরের বিভিন্ন প্রান্তে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। শুধুমাত্র পুলিস প্রশাসনের অসহযোগিতার কারণে ধরা সম্ভব হচ্ছে না৷ পুলিস প্রশাসনকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিলাম, দোষীদের ধরা না হলে আগামীতে বড় আন্দোলনের পথে নামব।

আরও পড়ুন-'এক টুকরো কাপড়ের জন্য শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে', হিজাব-বিতর্কে প্রতিবাদী ছাত্রী

পুরভোটের প্রার্থীতালিকা প্রকাশের পর তৃণমূল সমর্থকদের মধ্যে যেমন ক্ষোভ প্রকাশ্যে এসেছিল তেমনই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল বিজেপি শিবিরও। ফল কে বা কারা এমন কাজ করছে তা খতিয়ে দেখছে পুলিস। 

অন্যদিকে, ওই পোস্টার নিয়ে দার্জিলিং জেলা(সমতল) মুখপাত্র বেদব্রত দত্ত জানান, আসলে খুব চাপা ও গোপন জোট চলছে। সব রাজনৈতিক দল এসসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। যা খানিকটা প্রকাশিত আবার খানিকটা অপ্রকাশিত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.