Murshidabad: মর্মান্তিক! সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু ৪ শ্রমিকের

ওই শ্রমিককে তুলতে গিয়ে ভিতরে পড়ে যান আরও ৩ জন। শেষে কেউই আর উপরে উঠতে পারে না। 

Updated By: Sep 18, 2023, 12:25 PM IST
Murshidabad: মর্মান্তিক! সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু ৪ শ্রমিকের

সোমা মাইতি: সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু ৪ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। সোমবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটে। 

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় রশিদ সেখের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময় পা পিছলে সেফটির ট্যাংকের ভিতর পড়ে যান এক শ্রমিক। তাঁর নাম রুহুল শেখ। তখন তাঁকে বাঁচাতে যান আরও ৩ জন। 

ওই শ্রমিককে তুলতে গিয়ে ভিতরে পড়ে যান আরও ৩ জন। শেষে কেউই আর উপরে উঠতে পারে না। ভিতরেই পড়ে রয়েছেন ৪ জন শ্রমিক। ৪ জনেরই মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিসের। মৃতদের নাম রুহুল আমিন,মনিরুল ইসলাম, মাজু শেখ ও রুহুল শেখ। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন, Viswa Bharati: প্রাক্তনীরা জঞ্জাল! স্বীকৃতির পরদিনই ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.