মুর্শিদাবাদ: জুনিয়র ডাক্তারদের তাণ্ডব, আক্রান্ত হলেন ২৪ ঘণ্টার সংবাদ কর্মী

Updated By: Aug 2, 2017, 10:07 AM IST
মুর্শিদাবাদ: জুনিয়র ডাক্তারদের তাণ্ডব, আক্রান্ত হলেন ২৪ ঘণ্টার সংবাদ কর্মী

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের তাণ্ডব। খবর করতে গিয়ে আক্রান্ত হলেন ২৪ ঘণ্টা-সহ অন্যান্য সংবাদমাধ্যমের কর্মীরা। ২৪ ঘণ্টার দুই চিত্র-সাংবাদিক রঞ্জিত মাহাতো এবং রানা ইসলামকে বেধড়ক মারা হয়। রঞ্জিতকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর CT স্ক্যান করানো হবে। গতকাল রাতে রোগী মৃত্যু নিয়ে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। রোগীর পরিবারের হাতে এক জুনিয়র ডাক্তার মার খান বলে অভিযোগ। সাংবাদিকরা হাসপাতালে গেলে জুনিয়র ডাক্তাররা তাঁদের তিনটি মোবাইল কেড়ে নেন। উইকেট দিয়ে বেধড়ক মারা হয়। হাসপাতাল জুড়ে চলে তাণ্ডব। পুলিসকেও ঢুকতে বাধা দেন জুনিয়র ডাক্তাররা। পরে, বিশাল পুলিস বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সাংবাদিকদের নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।  

.