লোকলজ্জার ভয়ে কুচিলা ফল খেয়ে আত্মহত্যা ৩ আদিবাসী তরুণী
নিজস্ব প্রতিবেদন: ৩ আদিবাসী তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার রাইপুরে। স্থানীয় বাসিন্দাদের দাবি রাত্রে তিন তরুণীর বাড়িতে কয়েকজন যুবক আসে। সকালে সেই খবর চাউড় হতেই লোকলজ্জায় আত্মহত্যা করে ওই তিন তরুণী।
পাছে লোকে কিছু বলে। লোকলজ্জার ভয়ে কুচিলা ফল খেয়ে আত্মহত্যা করলেন তিন তরুণী। রাইপুরের বানগোড়া গ্রামের তিন আদিবাসী তরুণীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে পুলিস এমনটাই অনুমান করছে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে ওই তিন তরুণী একই গ্রামের বাসিন্দা। দুজন বিবাহিত।
আরও পড়ূন- শ্লীলতাহানির অভিযোগ ওঠায় জলপাইগুড়িতে আত্মঘাতী যুব তৃণমূল নেতা
ওইদিন তিন জন একসঙ্গে ছিলেন। বাড়িতে তিন জন ছাড়া আর কেউ ছিলনা। রাতের দিকে পাশের গ্রাম থেকে আরও তিন যুবক আসেন। মদ খেয়ে হইহুল্লোর হয় সারা রাত ধরে। কিন্তু সকালে ওই যুবকরা ফিরে যাওয়ার সময় গ্রামের লোক দেখে ফেলে। এরপরেই লোকলজ্জার ভয়ে আত্মহত্যা।
আরও পড়ূন- বিবাহবহির্ভূত সম্পর্কের জের, স্বামী হত্যায় অভিযুক্ত স্ত্রী
তিন তরুণী বিষাক্ত ফল বেটে চিনির সঙ্গে মিশিয়ে খেয়ে নেন। তাদের উদ্ধার করে রাইপুর হাসপাতালে নিয়ে এলে চিকিত্সক মৃত ঘোষণা করে। তবে এই ঘটনার পিছনে আরও কোনও আছে কিনা খতিয়ে দেখছে পুলিস।