চলতি ট্রেনের ইঞ্জিন থেকে পড়ে যান চালক! অল্পের জন্য রক্ষা পেল কাটোয়া লোকাল

Updated By: Oct 2, 2017, 09:31 PM IST
চলতি ট্রেনের ইঞ্জিন থেকে পড়ে যান চালক! অল্পের জন্য রক্ষা পেল কাটোয়া লোকাল

নিজস্ব প্রতিবেদন: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-কাটোয়া লোকাল। দাঁইহাট স্টেশন ছাড়ার পরই ইঞ্জিন থেকে পড়ে যান চালক ইন্দ্রজিত্‍ হালদার। ট্রেনটি থামলে চালককে উদ্ধার করেন ট্রেনের গার্ড।

আরও পড়ুন- বিবাহবহির্ভূত সম্পর্কের জের, স্বামী হত্যায় অভিযুক্ত স্ত্রী

বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল আপ হাওড়া কাটোয়া লোকাল। সোমবার সকাল এগারোটা নাগাদ দাঁইহাট স্টেশনের কাছে কাজিপাড়ার কাছে আচমকা ট্রেন থেমে যায়। ওয়াকি টকিতে চালক ইন্দ্রজিত্‍ হালদারের সঙ্গে যোগাযোগ করলেও যোগাযোগ করতে পারেননি ট্রেনের গার্ড বরিষ্ঠ রাম।

আরও পড়ুন- শ্লীলতাহানির অভিযোগ ওঠায় জলপাইগুড়িতে আত্মঘাতী যুব তৃণমূল নেতা

ট্রেনের যাত্রীদের অনুমান, শারীরিক অসুস্থতায় মাথা ঘুরে ট্রেন থেকে পড়ে যান চালক ইন্দ্রজিত্‍ হালদার। পরে গার্ড ও কয়েকজন যাত্রী গিয়ে চালককে রেললাইনের ধার থেকে উদ্ধার করেন। ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা দাঁড়িয়ে ছিল। পরে অন্য চালক ও গার্ড ট্রেনটি নিয়ে কাটোয়া স্টেশন যায়। জখম চালক ইন্দ্রজিত্‍ হালদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রেল কর্তৃপক্ষের দাবি, ট্রেনের পরিকাঠামোগত অবস্থায় ও নিয়ম অনুযায়ী কোনও মতেই চলন্ত ট্রেন থেকে চালক পড়ে যেতে পারেনা।

.