Nadia: Sim Box কাণ্ডে নয়া মোড়, সৌদি এবং ইরাক থেকে এসেছিল সিমবক্স সার্ভার!

বাংলাদেশি নাগরিক মামুদ নাকি সিমবক্সের সার্ভার সৌদি এবং ইরাক থেকে নিয়ে আসত।

Updated By: Sep 4, 2021, 06:31 PM IST
Nadia: Sim Box কাণ্ডে নয়া মোড়, সৌদি এবং ইরাক থেকে এসেছিল সিমবক্স সার্ভার!
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সিমবক্স কাণ্ডে নয়া তথ্য। বাংলাদেশি নাগরিক মামুদ নাকি সিমবক্সের সার্ভার সৌদি এবং ইরাকের (gulf countries) লোকের কাছে ভাড়া নেয়। এমনটাই জানতে পেরেছে বেঙ্গল এসটিএফ। ফলে সার্ভার যারা ভাড়া দিয়েছে তাদের উদ্দেশ্য ভাবাচ্ছে তদন্তকারীদের। 

কারণ তদন্তকারীদের দাবি এর আগে দেশের একাধিক সিমবক্স কাণ্ডের তদন্তে আইএসআই বিনিয়োগের তথ্য উঠে আসে। এমনকী মাস কয়েক আগে শিলিগুড়িতে সেনাবাহিনীর হেল্প লাইনে সন্দেহজনক ফোন কলের সূত্র ধরে বেঙ্গালুরুতে পাকড়াও করা হয়েছিল বড়সড় সিমবক্স চক্রের। ফলে এক্ষেত্রেও কোনো সন্ত্রাসবাদী বা গুপ্তচর সংস্থার হাত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন, Raiganj: সোশ্যাল মিডিয়ায় প্রশিক্ষণের খেসারত, বিষধর সাপ কৌটোবন্দি করতে গিয়ে বিপত্তি

এখনও পর্যন্ত জানা গিয়েছে ইরশাদের বাড়িতে তল্লাশিতে- রাউটার, সিমবক্স,মোডেম, রাউটার, ব্ল্যাক বক্স, ব্রডব্র্যান্ড, রাউটার চার্জার, ক্যাট কেবল, ফ্রিকুয়েন্সি মডিউলেটরস পাওয়া গিয়েছে। 

প্রসঙ্গত, সিম বক্স কাণ্ডের তদন্তে নদিয়ায় তল্লাশি চালায় রাজ্য পুলিস। ধৃত ইরশাদকে জেরা করেই ওই  নাকাশিপাড়ার একটি বাড়ির সন্ধান পায় তারা। 

সূত্রের খবর, বিদেশি বিভিন্ন সংস্থার সার্ভার ব্যবহার করে ইন্টারন্যাশনাল কলকে জিএসএম কলে পরিণত করে চলছিল কোটি কোটি টাকার প্রতারণার কারবার। দিন দুয়েক আগে রাজ্যজুড়ে ৭টি জায়গায় অভিযান চালিয়ে প্রচুর সিম বক্স ও প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিস। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.