নানুরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বিজেপির অবশ্য দাবি, তাদের মহিলা কর্মীদের উদ্দেশেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি কাপড় ধরেও টানেন তপন ঘোষ।

Updated By: Jan 14, 2021, 02:54 PM IST
নানুরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরের বনগ্রামে জলঙ্গিতে। অভিযোগ, জলঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন ঘোষের গাড়ি ভাঙচুর করেন বিজেপি কর্মীরা। বেধড়ক মারধরও করা হয় তাঁকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। পাল্টা তপন ঘোষের বিরুদ্ধেই বিজেপি কর্মীদের উসকানি দেওয়ার অভিযোগ করেছেন।

বিজেপির পাল্টা অভিযোগ, গত সন্ধ্যাবেলায় তপন ঘোষ ও তাঁর বেশ কিছু সঙ্গী বনগ্রামে বাড়ির মধ্যে বসে মদ্যপান করে। মদ্যপ অবস্থায় বিজেপি কর্মীদের উদ্দেশে অকথ্য ভাষায় প্রথমে গালিগালাজ করতে থাকে। বিজেপি কর্মীরা তাঁকে বারণ করেন। সেইসময় তপন ঘোষ চুপ করে যান। কিন্তু রাতে এসে আবার বিজেপি কর্মীদের উদ্দেশে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করে। তখনই বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে উঠে তপন ঘোষের গাড়ি কেড়ে নেয়। এরপরই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

তৃণমূলের অবশ্য দাবি, বিজেপি তাদের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যে অপপ্রচার করছে। তপন ঘোষ সজ্জন ব্যক্তি। উনি কোনও গালি দেননি। বনগ্রাম দখল করতেই তপন ঘোষের উপর আক্রমণ করা হয়েছে। বিজেপির অবশ্য দাবি, তাদের মহিলা কর্মীদের উদ্দেশেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি কাপড় ধরেও টানেন তপন ঘোষ। গোটা ঘটনায় তদন্তে নেমেছে নানুর থানার পুলিস। ইতিমধ্যেই ২ জনকে আটক করেছে পুলিস।

আরও পড়ুন, কোভিডের সঙ্গে লড়াইয়ের স্বীকৃতি, পুরসভার স্বাস্থ্যকর্মীদের ৪৪-৯৫ শতাংশ ভাতা বাড়াল সরকার

.