নিজস্ব প্রতিবেদন: আহ্বান ছিলই।  কিন্তু গতকাল পর্যন্ত তত সাড়া মেলেনি। আজ, সোমবার সকাল থেকে জাতীয় মানবাধিকার কমিশনের দফতরে অভিযোগ জানাতে আসছেন আক্রান্তেরা। প্রায় সাড়ে তিনশো 'আক্রান্ত' ইতিমধ্যেই এসেছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে (West Bengal) Post-poll Violence-এর বিষয়ে বহুদিন থেকেই চাপানউতোর চলছে। NHRC-ও বিষয়টির নিষ্পত্তি করতে চেয়ে ক্ষুব্ধ ও আক্রান্তদের কাছ থেকে এ বিষয়ে তাঁদের  অভিযোগ জানানোর কথা জানিয়ে দিয়েছিল। বৃহস্পতিবারই এ সংক্রান্ত অভিযোগপত্র (complainants) আহ্বান করেছিল তারা। বলা হয়েছিল-- আক্রান্তেরা ব্যক্তিগত ভাবে আসতে পারেন, টেলিফোনে কথা বলতে পারেন, ই-মেল করতে পারেন, এ ছাড়াও সরাসরি কমিশনের আধিকারিকদের মুখোমুখি হয়েও অভিযোগ জানাতে পারেন। সাত-সদস্যের উক্ত কমিটির chairperson Arun Mishra-র তত্ত্বাবধানেই পুরো বিষয়টি সম্পাদিত হবে। তাঁর নেতৃত্বে এই কমিটি সমস্ত অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখবে বলেই জানা গিয়েছে।


আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল উলুবেড়িয়ায় জেলা বিজেপি'র কার্যালয়


এরই প্রেক্ষিতে আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ জানাতে আসেন 'ঘর-ছাড়া' মানুষজন। বিজেপি নেতা Kalyan Chaubey বলেছেন, 'মূলত বিজেপির কর্মীরাই ঘর-ছাড়া। ফলে তাঁদের নিরাপত্তার খাতিরেই তাঁদের তরফে অভিযোগ জানাতে আসা।' 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: CAG-কে দিয়ে অডিটের হুঁশিয়ারি, এবার GTA-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব Dhankhar