রাজ্যে নতুন তিন উড়ান রুট

বিমান চলবে এই তিনটি রুটে- ১. কলকাতা থেকে অণ্ডাল হয়ে বাগডোগরা পর্যন্ত। ২.কলকাতা থেকে কোচবিহার হয়ে কলকাতা পর্যন্ত। ৩. কলকাতা থেকে বার্নপুর হয়ে কলকাতা পর্যন্ত।

Updated By: Jan 9, 2018, 07:38 PM IST
রাজ্যে নতুন তিন উড়ান রুট

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের বিমান পরিবহন ক্ষেত্রে খুশির খবর। চলতি মাসেই পশ্চিমবঙ্গে তিনটি নতুন রুটে চালু হতে চলেছে বিমান পরিষেবা। রাজ্য ও কেন্দ্রের যৌথ অর্থ সাহায্যে এই তিনটি নতুন রুটে বিমান চলাচল করবে বলে জানা গেছে।

কোন কোন রুটে চলবে বিমান?
১. কলকাতা থেকে অণ্ডাল হয়ে বাগডোগরা পর্যন্ত।
২.কলকাতা থেকে কোচবিহার হয়ে কলকাতা পর্যন্ত।
৩. কলকাতা থেকে বার্নপুর হয়ে কলকাতা পর্যন্ত।

কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের আওতায় এই পরিষেবা মিলবে বলে জানা গেছে। যদিও প্রকল্পের ব্যায়ভার বহন করবে রাজ্য ও কেন্দ্র দুই পক্ষই। মোট খরচের ৮০ শতাংশ আসবে কেন্দ্রীয় কোষাগার থেকে, আর ২০ শতাংশ খরচ জোগাবে রাজ্য সরকার।

১৯ আসনের এই বিমানগুলিতে ১ ঘণ্টার কম সময়ের উড়ানের ভাড়া ধার্য করা হয়েছে ২,৫০০ টাকা এবং ১ ঘণ্টার বেশি সময়ের উড়ানের ক্ষেত্রে ভাড়া হবে ৩,৫০০ টাকা।

.