করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত রাজ্যে, মৃতের সংখ্যাতেও রেকর্ড

রাজ্যে করোনায় মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৯ জন।

Reported By: সুতপা সেন | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Aug 14, 2020, 09:10 PM IST
করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত রাজ্যে, মৃতের সংখ্যাতেও রেকর্ড
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : নিজের রেকর্ড প্রতিদিন নিজেই ভাঙছে করোনা। করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত হল পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘণ্টায় এরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,০৩৫ জন। এরফলে এরাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ১০ হাজার ৩৫৮ জন।

আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাতেও রেকর্ড। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। এরফলে রাজ্যে করোনায় মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৯ জন। শুক্রবারের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে এরাজ্যে হাসপাতালে চিকিৎসাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৮৫০ জন। 

তবে ডিসচার্জ প্রায় অপরিবর্তিত-ই রয়েছে। ডিসচার্জ রেট ৭৩.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫৭২ জন। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ৮১ হাজার ১৮৯ জন করোনা জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। 

আরও পড়ুন, 'কোনও কথা রাখেনি, বদলে একাধিক দুর্নীতি', বিজেপিতে বড়সড় ভাঙন, দল ছাড়লেন ৫০০ নেতা-কর্মী!

.