বিটি রোডের যানজট কমাতে এবার নয়া উদ্যোগ সরকারের

জ্য সরকারের এই পরিকল্পনা কার্যকর হলে এক্ষেত্রেও যানজট এড়ানো যাবে  বলে মনে করা হচ্ছে।

Updated By: Feb 21, 2018, 12:08 PM IST
বিটি রোডের যানজট কমাতে এবার নয়া উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদন:  রাস্তার দু'ধার দখল করে দোকানের মালপত্র থেকে মালবাহী ছোটগাড়ি, ট্রাক, আর অবশ্যই বিভিন্ন রুটের একাধিক বাস, পথ পেরোতে নাভিঃশ্বাস পথচারীর, সিগন্যালে দাঁড়িয়ে কালঘাম ছোটা বাইক আরোহীর চিত্কার- ডানলপ মোড়ের নিত্য দিনের ছবি এটাই। খুবই পরিচিত এই সমস্যা সমাধানে এবার উদ্যোগী রাজ্য সরকার। ডানলপের যানজট সমস্যা মেটাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পরিবহন দফতর। 

আরও পড়ুন: রাতভর মদ্যপান, বাইকে বন্ধুকে বাড়ির পৌঁছে ফেরার পথেই স্ট্যান্ড রোডে দুর্ঘটনা

সেগুলি দেখে নিন একনজরে..
১) যানজট কমাতে সকাল ৮ থেকে ১২টা ও সন্ধ্যা ৬-৮ টা পর্যন্ত বিটি রোডে পণ্যবাহী ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা। মূলত দিনের ব্যস্ত সময়ে বিটি রোডে কোনও লরি চালানো যাবে না।
২) ডানলপে পথচারীদের সুবিধার জন্য সাবওয়ে তৈরি করা হবে।
৩) যাত্রী তোলার জন্য রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না বাস।
৪) দক্ষিণেশ্বর থেকে জলপথে কলকাতায় পৌঁছানোর পরিকাঠামো গড়বে রাজ্য সরকার।

আরও পড়ুন:  রিনিকার চালচলনে আপত্তি ছিল স্বামী অনিমেষের, বীজপুরের নবদম্পতির দেহ উদ্ধারে নয়া তথ্য
মঙ্গলবার বিধানসভায় এই পদক্ষেপের কথা জানিয়েছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মেট্রো নিয়ে যে সমস্যা ছিল, তাও সমাধান হয়ে গিয়েছে বলে জানান তিনি। 
উত্তর ২৪ পরগনা, কলকাতার সঙ্গে হাওড়া, হুগলি এবং ২ ও ৬ নম্বর জাতীয় সড়কের (দিল্লি রোড ও মুম্বই রোড) সংযোগকারী রাস্তা পিডব্লিউডি রোড। এই রাস্তাতেই দক্ষিণেশ্বর মোড়। রাজ্য সরকারের এই পরিকল্পনা কার্যকর হলে এক্ষেত্রেও যানজট এড়ানো যাবে  বলে মনে করা হচ্ছে।

.