ন্যাওড়া ভ্যালিতে ক্যামেরা ফাঁদে ফের ধরা পড়ল হালুম
নতুন বছরের শুরু তেই বাঘ মামার দর্শন পাওয়া গেল নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে। গত ২৪ ঘন্টায় নেওরা ভ্যালির ১৪ ফেরি-সহ ৩ যায়গায় দর্শন পাওয়া গেছে বলে খবর বন দপ্তর সূত্রে।
![ন্যাওড়া ভ্যালিতে ক্যামেরা ফাঁদে ফের ধরা পড়ল হালুম ন্যাওড়া ভ্যালিতে ক্যামেরা ফাঁদে ফের ধরা পড়ল হালুম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/05/104444-tiger7625532.jpg)
নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের শুরু তেই বাঘ মামার দর্শন পাওয়া গেল নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে। গত ২৪ ঘন্টায় নেওরা ভ্যালির ১৪ ফেরি-সহ ৩ যায়গায় দর্শন পাওয়া গেছে বলে খবর বন দপ্তর সূত্রে।
গত বছর প্রথম স্থানীয় গাড়ি চালক আনমোল ছেত্রী ছবি তুলে ন্যাওড়া ভ্যালিতে রয়াল বেঙ্গলের অস্তিত্ব প্রমাণ করেন। এর পর নড়েচড়ে বসে বন দপ্তর। ন্যাওড়ার জঙ্গল জুড়ে লাগানো হয় ক্যামেরা ফাঁদ। সেই ক্যামেরা ফাঁদে ধরা পড়ে বাঘের ছবি। ফের গত ২৪ ঘন্টায় নেওড়া ভ্যালি ফরেস্ট এর ১৪ ফেরি এলাকা সহ ৫ যায়গায় কোথাও বাঘের ছবি আবার কোথাও পায়ের ছাপ পাওয়া গেছে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছেছেন বন আধিকারিকদের একটি দল।
আরও পড়ুন - ভারতের বাজারে কনটিনেন্টাল জিটি ৫৩৫-এর বিক্রি বন্ধ করে দিচ্ছে Royal Enfield
দু''দিন আগেও ন্যাওড়া ভ্যালিতে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছিল বাঘের ছবি। ছবিগুলি একই বাঘের, না কি একাধিক বাঘ রয়েছে ওই এলাকায় খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।