ভীমা-কোরেগাঁও মামলায় বিজ্ঞানী পার্থসারথিকে NIA তলব, সমালোচনায় সোচ্চার সিপি আই এম এল লিবারেশন

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে কল্য়াণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আই আই এস ই আর)-এ ঢুকে বিজ্ঞানী পার্থসারথি রায়কে সমন ধরাতে হাজির হন এনআইএ-এর উচ্চপদস্থ আধিকারিকরা।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Sep 7, 2020, 04:54 PM IST
ভীমা-কোরেগাঁও মামলায় বিজ্ঞানী পার্থসারথিকে NIA তলব, সমালোচনায় সোচ্চার সিপি আই এম এল লিবারেশন

নিজস্ব প্রতিবেদন: ভীমা-কোরেগাঁও- এলগার পরিষদ মামলায় তরুণ বিজ্ঞানী তথা অধ্যাপক পার্থসারথি রায়কে NIA-এর তলব করা নিয়ে সোচ্চার হল রাজ্যের সিপি আই এম এল লিবারেশন। এক প্রেস বিবৃতিতে সিপি আই এম এল লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষের তোপ, কেন্দ্রের ক্ষমতাসীন সরকার ব্রিটিশ উপনিবেশবাদীদের উত্তরসূরী। গণতন্ত্রের কণ্ঠরোধ করে দলিত, আদিবাসী, সংখ্য়ালঘুদের কথা বলার অধিকার কেড়ে নিতে চাইছে সরকার। প্রতিবাদ করলেই দেশ বিরোধী তকমা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে কল্য়াণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আই আই এস ই আর)-এ ঢুকে বিজ্ঞানী পার্থসারথি রায়কে সমন ধরাতে হাজির হন এনআইএ-এর উচ্চপদস্থ আধিকারিকরা। আগামী ১০ সেপ্টেম্বর তাঁকে মুম্বইয়ে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  কোভিড বিধি অনুযায়ী বাইরে মানুষের হাতে ওই সমন গ্রহণে অস্বীকার করেন মলিকুলার বিজ্ঞানী পার্থসারথি রায়।

এক সংবাদমাধ্যমে পার্থসারথি জানিয়েছেন, এনআইএ-এর নোটিস তিনি পেয়েছেন। বুদ্ধিজীবীদের মাওবাদী তকমা দিয়ে জেলে পুরতে চাইছে কেন্দ্র। আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তাঁর বিরুদ্ধে ভীমা-কোরেগাঁও ঘটনায় অন্যতম সংগঠক বলে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালে নোনাডাঙা আন্দোলনে গ্রেফতার হন পার্থসারথি। সে সময় তাঁকে ১২ দিন পুলিস ও জেল হেফাজতে থাকতে হয়েছিল।

২০১৮ সালে মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁও সংঘর্ষে এলগার পরিষদ সভা থেকে বেশ কিছু বিশিষ্ট সমাজকর্মীদের বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগ আনে পুণের পুলিস। তাঁদের বিরুদ্ধে মাও-যোগ রয়েছে বলে অভিযোগ করা হয়। গৌতম নওলখা, তেলতুম্বড-সহ আর ৯ জন মানবাধিকার কর্মীর বিরুদ্ধে ইউপিএ-তে মামলা করে এনআইএ।

আরও পড়ুন: লকডাউনে বাতিল উড়ান; টিকিটের দাম ফেরত দিক বিমান সংস্থাগুলি, সুপ্রিম কোর্টে সওয়াল কেন্দ্রের

.