Howrah Child Death: মর্মান্তিক! সাঁতার শিখতে গিয়ে মৃত্যু ৯ বছরের শিশুর

প্রশিক্ষক বিদীপ্তকে লক্ষ্য করার আগেই সে প্রায় অচৈতন্য হয়ে পড়ে

Updated By: Jul 1, 2022, 07:35 PM IST
Howrah Child Death: মর্মান্তিক! সাঁতার শিখতে গিয়ে মৃত্যু ৯ বছরের শিশুর

দেবব্রত ঘোষ: কিছুদিন আগেই লেকে রোয়িং অনুশীলন করতে গিয়ে মৃত্যু হয় এক ছাত্রের। এবার সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হল ৯ বছরের এক শিশুর। শুক্রবার হাওড়ার ওই মার্মান্তিক ঘটনায় মৃত শিশুর নাম বিদীপ্ত ঘোষ।

শুক্রবার বিকেলে হাওড়ার স্বামীজি সঙ্ঘ-র সুইমিং ক্লাবে সাঁতার শিখতে এসেছিল বিদীপ্ত। সঙ্গে এসেছিলেন তার মাও। প্রশিক্ষকের তত্ত্বাবধানে অন্যান্য আরও শিশুদের সঙ্গে সাঁতার কাটছিল বিদীপ্তও। হঠাত্ই সে অতিরিক্ত জল খেয়ে ফেলে।

এদিকে, প্রশিক্ষক বিদীপ্তকে লক্ষ্য করার আগেই সে প্রায় অচৈতন্য হয়ে পড়ে। নজরে পড়তেই তাকে জল থেকে তুলে নিয়ে দ্রুত নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিত্সকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে চলে আসে চ্যাটার্জিহাট থানার পুলিস। কীভাবে, কার গাফিলতিতে এই ঘটনা ঘটলা তা তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন-Executive Lounge in Howrah Station: হাওড়া স্টেশনে চালু হল ঝাঁ চকচকে এক্সিকিউটিভ লাউঞ্জ ও ফুড কোর্ট

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.