'বেড নেই' SSKM-এ, খোলা আকাশের নীচেই যন্ত্রণায় কাতরাচ্ছেন রোগী

কোমরে নীচের অংশে গুরুতর চোট নিয়ে বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বচর ৫০-এর মাজেরা বিবিকে।

Updated By: Feb 17, 2021, 12:39 PM IST
'বেড নেই' SSKM-এ, খোলা আকাশের নীচেই যন্ত্রণায় কাতরাচ্ছেন রোগী
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আবারও স্বাস্থ্য় ব্য়বস্থার বেহাল ছবি। ঠাঁই মেলেনি হাসপাতালে। খোলা চত্বরেই পড়ে রয়েছেন রোগী। ঘটনা খাস SSKM-এর। গত রবিবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান মুর্শিদাবাদের বাসিন্দা মাজেরা বিবি।

কোমরে নীচের অংশে গুরুতর চোট নিয়ে বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বচর ৫০-এর মাজেরা বিবিকে। এরপর সেখানের চিকিৎসকরা জানান, বহরমপুর মেডিক্য়াল কলেজে এই চিকিৎসা সম্ভব নয়, দ্রুত sskm-এ নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুন:  ভোটে দাঁড়াচ্ছেন সাধন কন্যা, বসিরহাট দক্ষিণে প্রার্থী হচ্ছেন শ্রেয়া পান্ডে?

গত সোমবার কলকাতায় আসেন তাঁরা। জরুরি বিভাবে মাজেরা বিবির বেশ কয়েকটি পরীক্ষা করে জানানো হয় তাঁর চোট ভয়াবহ। তবে পাশাপাশি রোগীর পরিবারকে এও জানানো হয় যে, হাসপাতেলে বেড নেই। আর সেই থেকেই  প্রায় ৩ দিন ধরে খোলা আকাশের নীচেই পড়ে রয়েছেন মাজেরা বিবি।

পরিবারের কথায়, তাঁদের সামর্থ নেই অন্যত্র তাঁকে নিয়ে যাওয়ার। পরিবার জানাচ্ছেন, অবস্থার অবনতি হচ্ছে রোগী। এ দিকে ভর্তির আশায় অপেক্ষাতেই হাসপাতাল চত্বরে রাত জাগছেন রোগী এবং তাঁর পরিবার। যদিও রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তির আশ্বাস দিয়েছেন মদন মিত্র।

Tags:
.