নিজস্ব প্রতিবেদন : এক বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের একটি গেস্ট হাউসের ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় দেহ দুটি। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, আর্থিক অনটনের জেরেই আত্মঘাতী হয়েছে দম্পতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার সন্ধেয় অন্নপূর্ণা গেস্ট হাউসে ওঠেন সত্তর ঊর্ধ্ব সুব্রত নিয়োগী ও তাঁর স্ত্রী কাঁকন নিয়োগী। শনিবার সকালে মন্দিরে যাবেন বলে তাদের ঘুম থেকে ডেকে দেওয়ারও কথা বলেন সুব্রত বাবু। কিন্তু সে সুযোগ আর দেননি বৃদ্ধ দম্পতি।


আরও পড়ুন, 'পারফিউম সেলসম্যান' পরিচয়ে ফ্ল্যাটে ঢোকে যুগল, তারপর বন্ধ দরজার আড়ালে চলল...


সকালে তাঁদের ঘরে ডাকাডাকি করে কোনও সাড়া না মিলতেই, সন্দেহ হয় গেস্ট হাউজ কর্তৃপক্ষের। তারপরই ভাঙা হয় গেস্ট হাউজের ঘরের দরজা। দেখা যায়, পাশাপাশি 'শুয়ে রয়েছেন' সুব্রত নিয়োগী ও তাঁর স্ত্রী কাঁকন নিয়োগী। কিন্তু শরীরে কোনও প্রাণ নেই। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস।


আরও পড়ুন, প্রেম প্রস্তাব ফেরাতেই 'কলগার্ল' হিসেবে ছড়িয়ে দেওয়া হল 'নগ্ন' ছবি!


গেস্ট হাউজের রেজিস্টারে বৃদ্ধ দম্পতি নিজেদেরকে চারু মার্কেট এলাকার বাসিন্দা নথিভুক্ত করেছিলেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, আর্থিক অনটনের জেরেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে দম্পতি।