ডাকাতি করতে এসে গৃহকর্তা খুন টিকিয়াপাড়ায়, পুলিসের সন্দেহ পরিচিতদের দিকেই

দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকেনি দুষ্কৃতীরা। পরিচিত কারোর ডাকেই দরজা খোলেন মহম্মদ জলিল।

Updated By: Jun 29, 2019, 06:48 PM IST
ডাকাতি করতে এসে গৃহকর্তা খুন টিকিয়াপাড়ায়, পুলিসের সন্দেহ পরিচিতদের দিকেই

নিজস্ব প্রতিবেদন : হাওড়ার টিকিয়াপাড়ার আবাসনে দুষ্কৃতী তাণ্ডব। ডাকাতি করতে এসে গৃহকর্তাকে খুন। গতকাল  রাতে মহম্মদ জলিলের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। লুঠ হয়েছে লক্ষাধিক টাকা। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পরিচিত কারোর হাতেই খুন হয়েছেন বৃদ্ধ।

টিকিয়াপাড়ার হারাচাঁদ মুখার্জি লেন। এখানেরই একটি ফ্ল্যাটে অসুস্থ  স্ত্রীকে  নিয়ে  চারতলায় থাকতেন অবসর প্রাপ্ত রেলকর্মী মহম্মদ জলিল। সকালে পরিচারিকা বাড়িতে এসে দেখেন বাইরে থেকে দরজা বন্ধ । দরজা খুলে ঘরে ঢুকতেই শিউরে ওঠেন পরিচারিকা। আলমারি খোলা,জিনিসপত্র সব লন্ডভন্ড। বাথরুমে ঢুকে দেখেন মহম্মদ জলিলের নিথর দেহ।  

খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, বছর পয়ষট্টির মহম্মদ জলিলকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। ফ্ল্যাটের মধ্যে ঢুকে কী করে এই দুঃসাহসিক ডাকাতির সাহস পেল দুষ্কৃতীরা? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, পরিচিত গন্ডির মধ্যেই লুকিয়ে আছে অপরাধী।

আরও পড়ুন, 'এটা পাকিস্তান নয়, ভারতবর্ষ', ফতোয়া প্রসঙ্গে তৃণমূল সাংসদ নুসরতের পাশে বিজেপি মন্ত্রী দেবশ্রী

কারণ, দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকেনি দুষ্কৃতীরা। পরিচিত কারোর ডাকেই দরজা খোলেন মহম্মদ জলিল। প্রশ্ন উঠছে, কে সে? পাশাপাশি দিন কয়েক আগে স্ত্রীয়ের চিকিত্‍সার জন্য একলক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলেছিলেন মহম্মদ জলিল। পরিচিত অনেকেই সে কথা জানত। তাদের মধ্যেই কি লুকিয়ে আছে খুনি? জোরালো হচ্ছে সম্ভাবনা। সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিস ও গোয়েন্দারা।

.