লকডাউনেও বহাল তবিয়তে বিচরণ, বাধা দিতে গিয়ে যুবকদের হাতে আক্রান্ত পুলিস

পুলিস তাঁদের বাধা দিলে কার্যত তেড়ে আসে একদল যুবক। ইট ছুড়ে মারে পুলিসকে। ঘটনায় বেশ কয়েকজন পুলিস কর্মী গুরুতর আহত হয়েছেন।

Reported By: রণয় তেওয়ারি | Updated By: Apr 11, 2020, 07:39 PM IST
লকডাউনেও বহাল তবিয়তে বিচরণ, বাধা দিতে গিয়ে যুবকদের হাতে আক্রান্ত পুলিস

নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মাঝেই মার খেলো পুলিস। রাজাবাগান এলাকার এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিস। শনিবার বিকেলে কয়েকজন যুবক বাইক নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল।  পুলিস তাঁদের বাধা দিলে কার্যত তেড়ে আসে একদল যুবক। ইট ছুড়ে মারে পুলিসকে। ঘটনায় বেশ কয়েকজন পুলিস কর্মী গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াল লকডাউনের মেয়াদ, ১০ জুন পর্যন্ত বন্ধ সমস্ত স্কুল কলেজ

সবমিলিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে শনিবার।  পুলিস সূত্রে জানা গিয়েছে, গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিস বাহিনী। উল্লেখ্য, শনিবারই দেশ তথা রাজ্যে বাড়ানো হয়েছে লকজডাউনের মেয়াদ। সতর্কতা বহাল রাখতে একাধিক নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী। জানানো হয়েছে লকডাউন চলাকালীন জারি থাকবে একাধিক বিধিনিষেধ। কোনও বড় জমায়েত করা যাবে না। দ্রোনের সাহায্যে এলাকায় নজরদারি করবে পুলিস। 

.