রোজভ্যালি মামলায় অর্থসচিবের আপ্তসহায়ককে জেরা সিবিআই-এর

গতকাল সেই হাজিরার নির্দেশ থাকলেও সময় চেয়ে সিবিআই-এর কাছে চিঠি দেন বিশ্বজিৎ কুণ্ডু। তবে সেই চিঠি খারিজ করে সিবিআই-এর তরফে জানানো হয় যে কোনও সময়ই তাঁকে দেওয়া হবে না। 

Reported By: বিক্রম দাস | Updated By: Oct 26, 2019, 05:53 PM IST
রোজভ্যালি মামলায় অর্থসচিবের আপ্তসহায়ককে জেরা সিবিআই-এর

বিক্রম দাস: রোজভ্যালি মামলায় অর্থ সচিবের আপ্তসহায়কে জেরা সিবিআই-এর। কিছুদিন আগেই সিবিআই-এর একটি দল যায় নবান্নে। এরপরই অর্থসচিবের আপ্তসহায়ক বিশ্বজিৎ কুন্ডুকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। গতকাল সেই হাজিরার নির্দেশ থাকলেও সময় চেয়ে সিবিআই-এর কাছে চিঠি দেন বিশ্বজিৎ কুণ্ডু। তবে সেই চিঠি খারিজ করে সিবিআই-এর তরফে জানানো হয় যে কোনও সময়ই তাঁকে দেওয়া হবে না। 

কাজেই গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন বিশ্বজিৎ কুণ্ডু। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, সিবিআই জানতে পারে ২০১২ সালে রোজভ্যালিকে কিছু জমি দেয় রাজ্য সরকার। কেন সেই সেই জমি দেওয়া হয়েছিল সে কথাই বিস্তারি জানতে চাওয়া হয় তাঁর কাছে। সেই সময়ে ভূমি দফতরেই ছিলেন তিনি।

আরও পড়ুন: জমি কার! কালনায় কালীপুজো করা নিয়ে ধুন্ধুমার ২ পুজো কমিটির

উল্লেখ্য, গতকাল শুধুমাত্র বিশ্বজিৎকেই নয়, কিছুদিন আগে ওএসডি ফিন্যান্সকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে ওই সময়ে আইজিআর ছিলেন তিনি। 

Tags:
.