'দেশকে গদ্দারোকে, গোলি মারো সা*কো' স্লোগানে হাওড়ায় গ্রেফতার আরও ১
রবিবার অমিত শাহের সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা।
নিজস্ব প্রতিবেদন:অমিত শাহের সভার দিন কলকাতার রাস্তায় উঠেছিল বিতর্কিত স্লোগান,'দেশকে গদ্দারো কো গোলি মারো সা*কো। ওই ঘটনায় বুধবার হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হল এক বিজেপি কর্মীকে। এনিয়ে ধরা পড়লেন ৭ জন। 'গোলি মারো' স্লোগানকাণ্ডে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হল বিজেপি কর্মীকে। ধৃতের নাম মুকেশ সিং। তাঁর বাড়ি লিলুয়ায়।
রবিবার অমিত শাহের সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। রাস্তায় মিছিল থেকে ওঠে, 'দেশকে গদ্দারো কো গোলি মারো সা*কো' স্লোগান। ওই রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩ জনকে গ্রেফতার করে পুলিস। রাতভর তল্লাশি অভিযান চালিয়ে সুরেন্দ্র কুমার তিওয়ারি, ধ্রুব বসু ও পঙ্কজ প্রসাদ নামে ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে রাতেই নিউ মার্কেট থানায় ফৌজদারি দণ্ডবিধির ১৫৩-A (দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরিতে উস্কানি দেওয়া), ৫০৫ (কোনও সম্প্রদায়কে হুমকি দেওয়া), ৫০৬ (কোনও ব্যক্তিকে হুমকি দেওয়া) এবং ৩৪ (সমবেত ভাবে অপরাধ করা)- এই ৪ ধারায় মামলা রুজু করা হয়।
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গোলি মারো নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,''দিল্লির ভাষায় কলকাতায় স্লোগান দিচ্ছে। বলতেও লজ্জা হচ্ছে। দিল্লিতে যে বিজেপির উস্কানিমূলক স্লোগান দিয়েছেন, তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না?কে গদ্দার, সেটা মানুষ ঠিক করে দেবে। এটা দিল্লি নয়, কলকাতা। আমার বুকের রক্ত দিয়ে ঠেকাব।"
তবে বিষয়টিকে লঘু করেই দেখেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বলেছিলেন,''এক হাজার মানুষের মিছিলে এক শতাংশ লোক কিছু বলেছে। আমার কাছে তার গুরুত্ব ০.০১ শতাংশ।'' বুধবার বিজেপি নেতা মুকুল রায় ব্যাখ্যা দেন, ''আগের অংশটা বলা হচ্ছে না। যেখানে বলা হয়েছে দেশকে দুশমন কো।''
দিল্লিতে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সভায় বিতর্কিত স্লোগানটি উঠেছিল। অনুরাগ বলেছিলেন, 'দেশকে গদ্দারাকো'... জনতা জবাব দিয়েছিল,'গোলি মারো সা*কো।
আরও পড়ুন- 'ভুল না শোধরালে হাজার মিটিংয়েও কিচ্ছু হবে না', নেতা-কর্মীদের কড়া দাওয়াই দলনেত্রীর