লরির পিছনে যাত্রীবোঝাই অটোর ধাক্কা, মৃত্যু
বালি বোঝাই লরিটি রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল। একই দিকে যাত্রী বোঝাই অটোটি যাচ্ছিল। রানিগঞ্জ - মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে চামটি বাগানের কাছে হঠাত্ করে লরিটি দাঁড়িয়ে পড়ে ।
নিজস্ব প্রতিবেদন: বালিবোঝাই লরির পিছনে ধাক্কা যাত্রীবোঝাই অটোর। দুর্ঘটনায় মৃত্যু এক অটো যাত্রীর। অটোর চালক-সহ আরও ৫ জন আহত। বীরভূমের নলহাটির চামটিবাগান এলাকার ঘটনা।
আরও পড়ুন: সরলেন রাজীব, কলকাতার নতুন পুলিস কমিশনার অনুজ শর্মা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , বালি বোঝাই লরিটি রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল। একই দিকে যাত্রী বোঝাই অটোটি যাচ্ছিল। রানিগঞ্জ - মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে চামটি বাগানের কাছে হঠাত্ করে লরিটি দাঁড়িয়ে পড়ে । অটোর চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায়, দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে ধাক্কা মারে । দুমড়ে মুছড়ে যায় অটোটি ।
আরও পড়ুন: চোখের সামনে সহকর্মীদের ছিন্নভিন্ন হতে দেখলাম, দুঃসহ বর্ণনা পুলওয়ামার সেদিনের সাক্ষী জওয়ানের
ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোর এক যাত্রীর । জানা গিয়েছে, মৃত ও আহত অটো যাত্রীরা প্রত্যেকেই বীরভূমের মল্লারপুরের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে পাঠায় । পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরি ও অটোটিকে বাজেয়াপ্ত করেছে ।
আরও পড়ুন: ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় ছেলেকে প্রকাশ্যে জুতোপেটা বাবার