রাজ্যে ফের ডেঙ্গিতে মৃত্যু!

শারীরিক অবস্থার অবনতি হতে থাকে শুক্লা চক্রবর্তীর। পরে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে কলকাতায় চলে আসেন।

Updated By: Nov 21, 2018, 03:48 PM IST
রাজ্যে ফের ডেঙ্গিতে মৃত্যু!

নিজস্ব প্রতিবেদন:  ফের রাজ্যে অজানা জ্বরে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতের নাম শুক্লা চক্রবর্তী।  তিনি নৈহাটির বাসিন্দা।

এলাকায় নোংরা- তা নিয়ে বারবার প্রতিবাদ জানিয়েছিলেন মৃত শুক্লা চক্রবর্তীর ছেলে। কিন্তু কাজের কাজ তেমন হয়নি। নোংরা এলাকায় বেড়েছে মশার উপদ্রব।  তারই মাশুল গুনতে হল চক্রবর্তী পরিবারকেই। গত ১২ নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন শুক্লা চক্রবর্তী। প্রথমে স্থানীয় চিকিত্সকের পরামর্শ নেন তাঁরা। ওষুধে কাজ হয় না।

আরও পড়ুন: মালয়েশিয়ায় পুলিসের জাল থেকে বাংলার শ্রমিককে ফেরানোর উদ্যোগ

শারীরিক অবস্থার অবনতি হতে থাকে শুক্লা চক্রবর্তীর। পরে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে কলকাতায় চলে আসেন। কলকাতাতেই একটি বেসরকারি হাসপাতালে ১৮ নভেম্বর ভর্তি হন তিনি। রক্তপরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গির সংক্রমণ।  শুরু হয় চিকিত্সা।  

আরও পড়ুন: সদ্যোজাতর মৃত্যু ঘিরে ধুন্ধুমার সুপার স্পেশালিটি হাসপাতালে!

শুক্লা চক্রবর্তীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে দিন দিন। চিকিত্সায় সাড়া দেননি তিনি। শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়।  বুধবার সকালে হাসপাতালে বেসরকারি  হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

.