Siliguri: শিলিগুড়িতে সিন্ডিকেটরাজ? আক্রান্ত খোদ পুরসভার বিরোধী দলনেতা...

শিলিগুড়িতে পুরনিগমে এবারই প্রথম এককভাবে বোর্ড গড়েছে তৃণমূল। বিরোধী আসনে বিজেপি। পুরসভায় বিরোধী দলনেতা ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত জৈন। নিজের ওয়ার্ডেই নাকি তাঁকে বেধড়ক মারধর করা হয়!

Updated By: Jan 3, 2023, 06:23 PM IST
Siliguri: শিলিগুড়িতে সিন্ডিকেটরাজ? আক্রান্ত খোদ পুরসভার বিরোধী দলনেতা...

নারায়ণ সিংহ রায়: 'সিন্ডিকেটরাজ কায়েম হয়ে গিয়েছে'। দু'পক্ষের বিবাদ মেটাতে হামলার মুখে খোদ পুরসভার বিরোধী দলনেতা, তাও আবার নিজের ওয়ার্ডেই! গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।

শিলিগুড়িতে ধরাশায়ী বামেরা। পুরনিগমে এবারই প্রথম এককভাবে বোর্ড গড়েছে তৃণমূল। ৪৭টি আসনের মধ্যেই  ৩৭ টিতেই জিতেছেন রাজ্যের শাসকদলের প্রার্থীরা। ৫ আসন নিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি। আর বামেরা নেমে গিয়েছে ৩ নম্বরে।

শিলিগুড়ি পুরসভায় বিরোধী দলনেতা অমিত জৈন।  ৯ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে জিতেছেন তিনি। সোমবার রাতে নাকি নিজের ওয়ার্ডেই আক্রান্ত হন অমিত! কেন? তাঁর অভিযোগ, 'আমাদের ওয়ার্ডে তৃণমূল একটি বাল-পাথরের সিন্ডিকেট তৈরি করেছে। এক ভদ্রলোক অন্য জায়গা থেকে বালি পাথর নিয়েছে। রাতে ১৫-২০ ওর বাড়িতে চড়াও হয়। আমাকে ফোন করেন। কাউন্সিলর হিসেবে সেখানে যাই। আমি বললাম, সকালে তোমরা কথা বল। এরপর আমার উপর হামলা করল'। সঙ্গে আক্ষেপ, 'সিন্ডিকেটরাজ কায়েম হয়ে গিয়েছে'। 

আরও পড়ুন: Saumitra Khan: দুর্নীতি করলে পেনশনের টাকা আটকে দেব, সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি সৌমিত্রর

শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি দার্জিলিং জেলা সভাপতি আনন্দময় বর্মন। তাঁর দাবি, 'শিলিগুড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি গত এক-দু'মাস যাবত তলানিতে এসে ঠেকেছে। পরপর খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। ৯ নম্বর ওয়ার্ডে সিন্ডিকেট চালাচ্ছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রদীপ গোয়েল। তাঁর নেতৃত্বেই পুরসভার বিরোধী দলনেতার উপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা'। তৃণমূল মুখপাত্র বেদব্রত দত্তের প্রতিক্রিয়া, 'ওখানে বালি সিন্ডিকেট যদি চালানো হয়, তাঁর মূলে যাঁরা আছেন, তাঁরাও ভারতীয় জনতা পার্টির সদস্য, যিনি পুরসভার বিরোধী দলনেতা আছেন, তিনিও ভারতীয় জনতা পার্টির নেতা। ওরা এই ধরণের অভিযোগ সবসময়ই সবার সামনে চিৎকার করে বলতে থাকেন। আমার মনে হয়, ওরারা আগে নিজেরা শৃঙ্খলাবদ্ধ হন, তাহলে এইসব সমস্যা স্বাভাবিকভাবেই মিটে যাবে'। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.