অশোকনগরে তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট

আরও ৭০ টি বেড বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। 

Updated By: May 7, 2021, 11:20 PM IST
অশোকনগরে তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট

নিজস্ব প্রতিবেদন: অশোকনগর পৌর সভার স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি বৈঠক হল শুক্রবার। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন অশোকনগর পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক ও স্বাস্থ্য আধিকারিকরা। বৈঠক শেষে জেলা প্রশাসক সুমিত গুপ্তা বলেন, ৫০০ লিটার পার মিনিট অক্সিজেন প্ল্যান্ট বানানো হবে। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতলে করোনা হাসপাতাল করা হয়েছিল সেটি ছিল ৮০ বেডের। এবার আরও ৭০ টি বেড বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। 

অশোকনগর বিধানসভা বিধায়ক নারায়ন গোস্বামী বলেন, অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ১০০ জনের  বেড দিয়ে সেফহোম খোলা হয়েছে যেখানে থাকবে  ডাক্তার ও নার্স। সেখান থেকে অক্সিজেন সরবরাহ করা হবে। তিনি এও বলেন অশোকনগর বিধানসভা এবং পৌরসভাকে নিয়ে একটি হেল্প সেন্টার খোলা হয়েছে। যেখানেই থেকবে হেল্প লাইন নম্বর। ফোন করলে বিনা পয়সায় অক্সিজেন পৌঁছে যাবে বাড়িতে।

Tags:
.