Panchayat Election 2023: গীতালদহে খুন তৃণমূল কর্মী, অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের

পরবর্তীতে সেই কর্মীকে উদ্ধার করতে বাকি তৃণমূল কংগ্রেস সমর্থকরা গেলে তাদের উপরও গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আর সেই গুলিতে আরও গুরুতর জখম আটজন তৃণমূল কর্মী। এমনটাই অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির।

Updated By: Jun 27, 2023, 11:15 AM IST
Panchayat Election 2023: গীতালদহে খুন তৃণমূল কর্মী, অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের
নিজস্ব চিত্র

দেবজ্যোতি কাহালি: দিনহাটার সীমান্ত সংলগ্ন গীতালদাহ দুই গ্রাম পঞ্চায়েতের জারি-ধরলা গ্রামে মাঝরাতে প্রচার করে আসার পর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ তাদের দলীয় কর্মী প্রচার সেরে যখন বাড়ি আসেন ঠিক সেই সময় দুষ্কৃতীরা তাদের সেই কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কোপ ও গুলি চালায়।

পরবর্তীতে সেই কর্মীকে উদ্ধার করতে বাকি তৃণমূল কংগ্রেস সমর্থকরা গেলে তাদের উপরও গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আর সেই গুলিতে আরও গুরুতর জখম আটজন তৃণমূল কর্মী। এমনটাই অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির।

আরও পড়ুন: Bengal Weather Today: ফের ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে, রাজ্য জুড়ে মাঝারি বর্ষার বৃষ্টি

বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার জেরে প্রচন্ড উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে এলাকায় মোতায়ন রয়েছে বিপুল পুলিস বাহিনী।

দিনহাটার ঘটনায় সব মিলিয়ে আট জন গুলিবিদ্ধ হয়ছেন বলে জানা গিয়েছে। তার মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পাঁচ জন কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর দুই জন দিনহাটা হাসপাতালে ভর্তি। মৃত তৃণমূল কর্মীর দেহ নিয়ে আসা হচ্ছে দিনহাটা মহকুমা হাসপাতালে।

আরও পড়ুন: Uttarpara: স্কুল থেকে পালিয়ে নেশার আসরে! মর্মান্তিক পরিণতি ছাত্রের...

বিজেপি-র তরফে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বর জেরে এই ঘটনা ঘটেছে। তৃণমূলের দাবি প্রচার সেরে বাড়ি ফেরার পরে মৃত বাবু হকের বাড়িতে আক্রমণ চালায় বপ আশ্রিত দুষ্কৃতিরা। তাঁকে বাড়ি থেকে ডেকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় জানিয়েছেন, ‘এই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা রাত পাহারা দেয়। সেখানে অতর্কিতে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এসে গুলি চালায়। জানতে পারা গিয়েছে যে ওপার বাংলা থেকে দুষ্কৃতিরা এসে এই ঘটনা ঘটিয়েছে’।

তিনি আরও অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক দুষ্কৃতিদের নিয়ে নিজের বাড়িতে বৈঠক করেছেন। বিএসএফ-এর মদতে ওপার বাংলা থেকে দুষ্কৃতিরা এসে এই ঘটনা ঘটিয়েছে।           

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.