কিরণ মান্না: নন্দীগ্রামের বিডিও অফিসে সোমবার গ্রাম পঞ্চায়েত এলাকার বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের নির্দল প্রার্থীরা একে একে নমিনেশন জমা করলেন। মঙ্গলবারও নন্দীগ্রাম এক ও দুই ব্লকে নির্দল প্রার্থীদের নমিনেশন চলবে বলে জানা গিয়েছে। তবে সোমবার অধিকাংশরাই নমিনেশন জমা করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মোট ১৭ টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসনে নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন জমা করছেন। ব্লক অফিসগুলিতে লাইন দিয়ে নমিনেশন জমা দিচ্ছেন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীরা। নন্দীগ্রাম জুড়ে নন্দীগ্রাম উন্নয়ন পর্ষদের ব্যানারে নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন জমা করছেন তাঁরা।


এই নির্দলদের তালিকায় রয়েছে এলাকার অনেক পঞ্চায়েত সদস্য এবং সদস্যারা। তৃণমূলের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা আব্বাস বেগ বলেন, ‘নন্দীগ্রাম জুড়ে সুফিয়ান পন্থীদের সাইড করে দেওয়া হয়েছে’।


আরও পড়ুন: Panchayat Election 2023: 'সিপিএম জিন্দাবাদ' স্লোগান তুলে নির্দল মনোনয়ন পেশ তৃণমূল কর্মীদের


তিনি আরও বলেন, ‘নন্দীগ্রামের এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্ত গর্গ যবে থেকে দলের সভাপতি হয়েছেন তবে থেকে এই ধরনের সুফিয়ান পন্থীদের সাইড করা শুরু করেছে। গ্যারেজ করার পাশাপাশি তাদের টিকিট দেওয়া হচ্ছে না। যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকেই টিকিট দেওয়া হচ্ছে। নন্দীগ্রামে নবজোয়ার কর্মসূচিতে গেছিলেন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি’। উল্টে তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগও করেন তিনি।


সমস্ত বিষয়ে জেলাস্তর এবং রাজ্যস্তরের নেতাদের কাছে জানিয়েছেন বলেও বলেন তিনি। তাঁর অভিযোগ কোনও নেতৃত্বই তাদের কথায় কর্ণপাত করেননি। তাই সমস্ত অঞ্চলে যাতে একটিও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিততে না পারে তাই একটি মঞ্চ করে নির্দল প্রার্থীদের দাঁড় করানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।


আরও পড়ুন: Panchayat election 2023: বিজেপির বিক্ষোভে হামলার মুখে সায়ন্তিকা!


তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও প্রার্থীদের তালিকা জানানো হয়নি। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে তাঁরা সূত্র মারফত খবর পেয়েছেন, ‘সুফিয়ান পন্থীদের গ্যারেজ করা হয়েছে তাদের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে’। তাই তারা বসে থাকতে আর চাইছেন না আগে থেকে তারা এই ধরনের মঞ্চ করে প্রতিবাদে মুখর হয়েছেন এবং নমিনেশন জমা করছেন।


এদিন নমিনেশনের পরে ব্লক অফিসের সামনে নির্দল প্রার্থীরা নন্দীগ্রাম উন্নয়ন পর্ষদের কমিটির ব্যানারে স্লোগান দেন। তবে এই প্রসঙ্গে বর্তমান নন্দীগ্রাম এক ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানান, ‘বেশ করেছে যে কেউ ভোটে অংশ নিতেই পারে। তবে যারা দলকে ভালো না বেসে এই ধরনের কাজ করছেন তাদের জন্য চিরতরে দরজা বন্ধ। দরজা পরে ঠকঠকালেও কেউ দরজা খুলবে না, সারা দেবে না’। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)