ফেসবুকে আপত্তিকর পোস্ট করে বিতর্কে পঞ্চায়েতের প্রধান
ফেসবুকে আপত্তিকর পোস্ট। অস্বস্তিতে হুগলির তারকেশ্বরের পূর্ব রামনগর পঞ্চায়েতের প্রধান ও তার পরিবার। গত ৪ জুলাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু তারকেশ্বর বার্তা নামে একটি ফেসবুক পেজে খবর ছড়ায়, পঞ্চায়েতেরই এক মহিলা সদস্যের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে প্রধান বাপি রায়। জানাজানি হতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ভাইরাল হয়ে যায় খবর। প্রধানের অভিযোগ, তাঁর বিরুদ্ধে কুত্সা রটাতেই এমন চক্রান্ত করা হয়েছে। পুলিসে অভিযোগ জানিয়েছেন তিনি। তদন্ত শুরু হয়েছে।
ওয়েব ডেস্ক : ফেসবুকে আপত্তিকর পোস্ট। অস্বস্তিতে হুগলির তারকেশ্বরের পূর্ব রামনগর পঞ্চায়েতের প্রধান ও তার পরিবার। গত ৪ জুলাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু তারকেশ্বর বার্তা নামে একটি ফেসবুক পেজে খবর ছড়ায়, পঞ্চায়েতেরই এক মহিলা সদস্যের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে প্রধান বাপি রায়। জানাজানি হতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ভাইরাল হয়ে যায় খবর। প্রধানের অভিযোগ, তাঁর বিরুদ্ধে কুত্সা রটাতেই এমন চক্রান্ত করা হয়েছে। পুলিসে অভিযোগ জানিয়েছেন তিনি। তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন- মামলা প্রত্যাহার করতে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ